নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রাইভেট কারে গুলি করে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুনের মামলার আসামি মো. হাসানকে (৩৭) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে জেলার হাতিয়া ভূমিহীন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতেই তাঁকে নিয়ে পুলিশ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এবং আজ শনিবার তাঁকে সঙ্গে নিয়ে নগরীর বায়েজিদ থানার পশ্চিম শহীদনগরের বাসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-গুলি জব্দ করে।
হাসান ওই এলাকার সুবহান কনট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে, তিনি এই মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি।
এর আগে গত ২৯ মার্চ রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে একটি প্রাইভেট কারকে ধাওয়া ও গুলি করে একাধিক মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল রিফাত ও বখতেয়ার হোসেন মানিক নামের দুজন নিহত হন।
পরে ১ এপ্রিল নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দী সাজ্জাদ হোসেন, তাঁর স্ত্রীসহ সাতজনকে নামীয়, অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
পুলিশের ভাষ্য, হাসান ঘটনার দিন ওই জোড়া খুনের নেতৃত্বে ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনার পর হাসান আত্মগোপনে চলে যান।
এ বিষযে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নোয়াখালী থেকে হাসানকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যে আজ ভোরে নগরীর বায়েজিদের পশ্চিম শহীদনগরে হাসানের বাসায় অভিযান চালানো হয়।
এ সময় তাঁর বাসার ভেতরে একটি ড্রেসিং টেবিলের পেছনে শপিং ব্যাগের ভেতর থেকে মেড ইন ইউএসএ লেখা একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি জব্দ করা হয়।
ওসি বলেন, ‘আমাদের ধারণা, উদ্ধার করা পিস্তলটি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে ৭.৬৫ বোরের বিদেশি পিস্তলের গুলির খোসা পাওয়া গিয়েছিল। ওই খোসাটি হাসানের কাছ থেকে উদ্ধার করা পিস্তলের গুলির খোসা হতে পারে।’ এ জন্য পিস্তল ও খোসাটির ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।
পুলিশ জানায়, বাকলিয়ায় জোড়া খুনে এই পর্যন্ত হাসানসহ ছয়জন গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ রয়েছে। হত্যাকাণ্ডের পর পুলিশের অভিযানে বেলাল, মানিক, সজীব ও এহেতাশামুল হক নীরব নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সিসিটিভি ফুটেজে শনাক্ত ও মামলার সন্দিগ্ধ আসামি। সর্বশেষ নোয়াখালী থেকে গ্রেপ্তার হন হাসান।
এ ছাড়া গত ১৫ মার্চ ঢাকায় গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে গত ৭ এপ্রিল আসামি সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রাইভেট কারে গুলি করে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুনের মামলার আসামি মো. হাসানকে (৩৭) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে জেলার হাতিয়া ভূমিহীন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতেই তাঁকে নিয়ে পুলিশ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এবং আজ শনিবার তাঁকে সঙ্গে নিয়ে নগরীর বায়েজিদ থানার পশ্চিম শহীদনগরের বাসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-গুলি জব্দ করে।
হাসান ওই এলাকার সুবহান কনট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে, তিনি এই মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি।
এর আগে গত ২৯ মার্চ রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে একটি প্রাইভেট কারকে ধাওয়া ও গুলি করে একাধিক মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল রিফাত ও বখতেয়ার হোসেন মানিক নামের দুজন নিহত হন।
পরে ১ এপ্রিল নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দী সাজ্জাদ হোসেন, তাঁর স্ত্রীসহ সাতজনকে নামীয়, অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
পুলিশের ভাষ্য, হাসান ঘটনার দিন ওই জোড়া খুনের নেতৃত্বে ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনার পর হাসান আত্মগোপনে চলে যান।
এ বিষযে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নোয়াখালী থেকে হাসানকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যে আজ ভোরে নগরীর বায়েজিদের পশ্চিম শহীদনগরে হাসানের বাসায় অভিযান চালানো হয়।
এ সময় তাঁর বাসার ভেতরে একটি ড্রেসিং টেবিলের পেছনে শপিং ব্যাগের ভেতর থেকে মেড ইন ইউএসএ লেখা একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি জব্দ করা হয়।
ওসি বলেন, ‘আমাদের ধারণা, উদ্ধার করা পিস্তলটি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে ৭.৬৫ বোরের বিদেশি পিস্তলের গুলির খোসা পাওয়া গিয়েছিল। ওই খোসাটি হাসানের কাছ থেকে উদ্ধার করা পিস্তলের গুলির খোসা হতে পারে।’ এ জন্য পিস্তল ও খোসাটির ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।
পুলিশ জানায়, বাকলিয়ায় জোড়া খুনে এই পর্যন্ত হাসানসহ ছয়জন গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ রয়েছে। হত্যাকাণ্ডের পর পুলিশের অভিযানে বেলাল, মানিক, সজীব ও এহেতাশামুল হক নীরব নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সিসিটিভি ফুটেজে শনাক্ত ও মামলার সন্দিগ্ধ আসামি। সর্বশেষ নোয়াখালী থেকে গ্রেপ্তার হন হাসান।
এ ছাড়া গত ১৫ মার্চ ঢাকায় গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে গত ৭ এপ্রিল আসামি সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৩ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩২ মিনিট আগে