নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করে বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে বিদ্যালয়ের সহপাঠীরা। সেই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোনাইমুড়ী-আমিশাপাড়া সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, শিক্ষা কর্মকর্তারা। পরে এ আশ্বাসে ওপর ভিত্তি করে বিক্ষোভ স্থগিত করে শিক্ষার্থীরা।
এ ঘটনায় অভিযুক্ত সোনাপুর ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথ।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথ প্রতিদিন সকালে বিদ্যালয়ের পাশের একটি কক্ষে ১০ জন ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। সোমবার সকালে প্রাইভেট শেষে অন্য ছাত্রীদের চলে যেতে বলে ভুক্তভোগী ওই ছাত্রীকে থাকতে বলেন তিনি। সবাই চলে যাওয়ার পর শিক্ষক নিতাই জোরপূর্বক ওই ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে কৌশলে ওই কক্ষ থেকে বের হয়ে বিষয়টি তার সহপাঠী ও পরিবারের লোকজনকে জানায় ভুক্তভোগী। পরে তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালেও তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেননি। ফলে মঙ্গলবার বিষয়টি পুরো বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ের সামনে গিয়ে সোনাইমুড়ী-আমিশাপাড়া সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনাটি গতকাল (সোমবার) ঘটলেও হলেও আমরা শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আজ জানতে পেরেছি। তাদের আন্দোলনের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযুক্ত শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ বিষয়ে সোনাইমুড়ী-চাটখিল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব বলেন, ‘যৌন নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করে বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে বিদ্যালয়ের সহপাঠীরা। সেই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোনাইমুড়ী-আমিশাপাড়া সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, শিক্ষা কর্মকর্তারা। পরে এ আশ্বাসে ওপর ভিত্তি করে বিক্ষোভ স্থগিত করে শিক্ষার্থীরা।
এ ঘটনায় অভিযুক্ত সোনাপুর ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথ।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথ প্রতিদিন সকালে বিদ্যালয়ের পাশের একটি কক্ষে ১০ জন ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। সোমবার সকালে প্রাইভেট শেষে অন্য ছাত্রীদের চলে যেতে বলে ভুক্তভোগী ওই ছাত্রীকে থাকতে বলেন তিনি। সবাই চলে যাওয়ার পর শিক্ষক নিতাই জোরপূর্বক ওই ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে কৌশলে ওই কক্ষ থেকে বের হয়ে বিষয়টি তার সহপাঠী ও পরিবারের লোকজনকে জানায় ভুক্তভোগী। পরে তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালেও তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেননি। ফলে মঙ্গলবার বিষয়টি পুরো বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ের সামনে গিয়ে সোনাইমুড়ী-আমিশাপাড়া সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনাটি গতকাল (সোমবার) ঘটলেও হলেও আমরা শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আজ জানতে পেরেছি। তাদের আন্দোলনের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযুক্ত শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ বিষয়ে সোনাইমুড়ী-চাটখিল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব বলেন, ‘যৌন নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়া কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাঁরা হলেন মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ মিনিট আগে
দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। বাসভবন থেকে শুরু করে কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ, এমনকি কারাগার—সবখানে খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন প্রয়াত হওয়ার পর এবার সেই ফাতেমাকে দেখা গেল জাইমা রহমানের সঙ্গে।
১৭ মিনিট আগে
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের জন্য সরকারকে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এর মধ্য আটদিন পেরিয়ে গেছে, বাকি আছে আর মাত্র ২২ দিন। এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
১ ঘণ্টা আগে
‘আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১ ঘণ্টা আগে