কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সহকারী কর্মকর্তা সামছুল হকের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৪১ সেকেন্ডের ভিডিওটি এখন সবার মোবাইল ফোনে। এ নিয়ে উপজেলার সর্বত্র নানা চলছে আলোচনা-সমালোচনা।
গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ভিডিও চিত্রে দেখা যায়, সামছুল হক নিজ বাসায় উপজেলা চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমেরিকা প্রবাসী নুরুল আলম চাষির কাছ থেকে ঘুষের টাকা গুণে নিচ্ছেন। স্থানীয় বেলাল আমিন ঘুষের মধ্যস্থতা করে দেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
এ ছাড়া চরহাজারী ইউনিয়নে চলমান জরিপে ভূমি মালিকদের কাছ থেকে প্রতিটি খতিয়ানের বিপরীতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এবং একজনের জমি ঘুষের বিনিময়ে অন্যের নামে রেকর্ড করার অভিযোগও রয়েছে সামছুল হকের বিরুদ্ধে। এসব বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় একাধিক বার অভিযোগ উত্থাপিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।
অনেক ভুক্তভোগী অভিযোগকারীর অভিযোগের সত্যতা পেয়ে তাদের কাছ থেকে আদায়কৃত ঘুষের টাকা ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সংশ্লিষ্টরা ফেরত দেওয়ার ঘটনাও ঘটেছে। চরহাজারী ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন শত শত একর জমি খাস খতিয়ানভুক্ত করে, তা আবার রাজনৈতিক প্রভাবশালী, ভূমিদস্যু ও কোনো কোনো জনপ্রতিনিধি নিজ দখলে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। এসব বিষয়ে সকল মধ্যস্থতা করেন, স্থানীয় বেলাল আমিন।
এর আগে গত অক্টোবর মাসে একই ইউনিয়নের ভুক্তভোগী যুবলীগ নেতা শাহাদাত উল্যাহ স্বাভাব ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের পৈতৃক জমি অন্যের নামে অবৈধভাবে রেকর্ড করার অভিযোগে নোয়াখালী জোনাল ভূমি রেকর্ড ও জরিপ অফিসে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে সহকারী কর্মকর্তা সামছুল হক ও সার্ভেয়ার আবদুল হান্নানকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সার্ভেয়ার আবদুল হান্নানকে বদলি করা হলেও সামছুল হক বহাল তবিয়তে রয়েছেন।
চরহাজারী ইউনিয়নে মাঠ জরিপে হয়রানির কথা স্বীকার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রফেসর নাফিস বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তি দিয়ারা রেকর্ড, সরকারি খাজনাসহ সব কাগজপত্র ঠিক থাকার পরও ভূমিদস্যু আমেরিকা প্রবাসী নুরুল আলম চাষি অবৈধ মালিকানা দাবি করে সামছুল হককে ঘুষ দিয়ে তার (আলম চাষি) নামে রেকর্ড করার চেষ্টা করে। এ নিয়ে আমি নোয়াখালী ভূমি রেকর্ড ও জরিপ অফিসের কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পর কাগজে আমার নামে রেকর্ড করা হলেও কোনো কাগজপত্র না থাকলেও দখল কলামে ভূমিদস্যু আলম চাষির নাম রেকর্ডে উল্লেখ করা হয়েছে।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সহকারী কর্মকর্তা সামছুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা যার-জমি তার।’ অথচ সরকারি আইন অনুযায়ী কাগজ যার-জমি তার হওয়ার কথা।
চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ বলেন, ‘আমার এলাকায় মাঠ জরিপে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা আমার পরিষদ ভবনে একটি ক্যাম্প করেছেন। সেখানে জরিপ কাজে প্রতিনিয়ত জনসাধারণ হয়রানির স্বীকার হয়। ঘুষ বাণিজ্যের বিষয়টি সত্য, এ নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ করেছি। যারা ঘুষ দিয়ে খতিয়ান নিতে পারছে না, এমন অনেক গরিব মানুষকে তদবির করে আমি খতিয়ান নিয়েও দিয়েছি।’
তসদিক কর্মকর্তা সামছুল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি প্রসঙ্গে আমেরিকা প্রবাসী নুর আলম চাষী অপর একটি ভিডিও’র মাধ্যমে প্রতিবাদ করেছেন। ভিডিওতে লেনদেন এর যে দৃশ্য রয়েছে তা জরিপ সংক্রান্ত নয়।'
কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সহকারী কর্মকর্তা আবদুল হাই গাজী বলেন, ‘টাকা লেনদেনের ভাইরাল হওয়া ভিডিওটি আমার কাছেও এসেছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সহকারী কর্মকর্তা সামছুল হকের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৪১ সেকেন্ডের ভিডিওটি এখন সবার মোবাইল ফোনে। এ নিয়ে উপজেলার সর্বত্র নানা চলছে আলোচনা-সমালোচনা।
গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ভিডিও চিত্রে দেখা যায়, সামছুল হক নিজ বাসায় উপজেলা চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমেরিকা প্রবাসী নুরুল আলম চাষির কাছ থেকে ঘুষের টাকা গুণে নিচ্ছেন। স্থানীয় বেলাল আমিন ঘুষের মধ্যস্থতা করে দেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
এ ছাড়া চরহাজারী ইউনিয়নে চলমান জরিপে ভূমি মালিকদের কাছ থেকে প্রতিটি খতিয়ানের বিপরীতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এবং একজনের জমি ঘুষের বিনিময়ে অন্যের নামে রেকর্ড করার অভিযোগও রয়েছে সামছুল হকের বিরুদ্ধে। এসব বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় একাধিক বার অভিযোগ উত্থাপিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।
অনেক ভুক্তভোগী অভিযোগকারীর অভিযোগের সত্যতা পেয়ে তাদের কাছ থেকে আদায়কৃত ঘুষের টাকা ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সংশ্লিষ্টরা ফেরত দেওয়ার ঘটনাও ঘটেছে। চরহাজারী ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন শত শত একর জমি খাস খতিয়ানভুক্ত করে, তা আবার রাজনৈতিক প্রভাবশালী, ভূমিদস্যু ও কোনো কোনো জনপ্রতিনিধি নিজ দখলে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। এসব বিষয়ে সকল মধ্যস্থতা করেন, স্থানীয় বেলাল আমিন।
এর আগে গত অক্টোবর মাসে একই ইউনিয়নের ভুক্তভোগী যুবলীগ নেতা শাহাদাত উল্যাহ স্বাভাব ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের পৈতৃক জমি অন্যের নামে অবৈধভাবে রেকর্ড করার অভিযোগে নোয়াখালী জোনাল ভূমি রেকর্ড ও জরিপ অফিসে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে সহকারী কর্মকর্তা সামছুল হক ও সার্ভেয়ার আবদুল হান্নানকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সার্ভেয়ার আবদুল হান্নানকে বদলি করা হলেও সামছুল হক বহাল তবিয়তে রয়েছেন।
চরহাজারী ইউনিয়নে মাঠ জরিপে হয়রানির কথা স্বীকার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রফেসর নাফিস বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তি দিয়ারা রেকর্ড, সরকারি খাজনাসহ সব কাগজপত্র ঠিক থাকার পরও ভূমিদস্যু আমেরিকা প্রবাসী নুরুল আলম চাষি অবৈধ মালিকানা দাবি করে সামছুল হককে ঘুষ দিয়ে তার (আলম চাষি) নামে রেকর্ড করার চেষ্টা করে। এ নিয়ে আমি নোয়াখালী ভূমি রেকর্ড ও জরিপ অফিসের কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পর কাগজে আমার নামে রেকর্ড করা হলেও কোনো কাগজপত্র না থাকলেও দখল কলামে ভূমিদস্যু আলম চাষির নাম রেকর্ডে উল্লেখ করা হয়েছে।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সহকারী কর্মকর্তা সামছুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা যার-জমি তার।’ অথচ সরকারি আইন অনুযায়ী কাগজ যার-জমি তার হওয়ার কথা।
চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ বলেন, ‘আমার এলাকায় মাঠ জরিপে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা আমার পরিষদ ভবনে একটি ক্যাম্প করেছেন। সেখানে জরিপ কাজে প্রতিনিয়ত জনসাধারণ হয়রানির স্বীকার হয়। ঘুষ বাণিজ্যের বিষয়টি সত্য, এ নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ করেছি। যারা ঘুষ দিয়ে খতিয়ান নিতে পারছে না, এমন অনেক গরিব মানুষকে তদবির করে আমি খতিয়ান নিয়েও দিয়েছি।’
তসদিক কর্মকর্তা সামছুল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি প্রসঙ্গে আমেরিকা প্রবাসী নুর আলম চাষী অপর একটি ভিডিও’র মাধ্যমে প্রতিবাদ করেছেন। ভিডিওতে লেনদেন এর যে দৃশ্য রয়েছে তা জরিপ সংক্রান্ত নয়।'
কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সহকারী কর্মকর্তা আবদুল হাই গাজী বলেন, ‘টাকা লেনদেনের ভাইরাল হওয়া ভিডিওটি আমার কাছেও এসেছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
২৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২৭ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৩০ মিনিট আগে