নোয়াখালী প্রতিনিধি

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। আজ ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। কারণ, নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই ওই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।’
তিনি বলেন, ‘তাদের (অপশক্তি) কাছে টাকা আছে। তাই এদের যদি রুখতে হয়, হাসিনার বিচার করতে হয়, তাহলে নির্বাচন দিতে হবে। আর আপনারাও হাসিনার বিচার করেন, তাতে কারও কোনো আপত্তি নেই। প্রতিটি নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে।’
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সারা বাংলাদেশে যারা বিএনপির ওপর নির্যাতন, অত্যাচার করেছে; বিএনপিকে নির্মূল করে দিয়েছে; বিএনপির নেতা-কর্মীদের নিঃশেষ করে দিয়েছে; যারা এখন পরিবার নিয়ে স্বাভাবিক জীবন ধারণ করতে পারেন না। আজকে তাদের সামনে ওই শয়তানেরা, গণতন্ত্র হত্যাকারীরা, মামলা দেওয়া লোকগুলো যদি মিছিল করে, তারা কি সেটা মেনে নিতে পারে? কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন কোনো প্রকার মব সৃষ্টি করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই তো তারেক রহমানের শক্ত হাতে বিএনপি টিকে আছে।’
বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে, তাহলে এসব স্বৈরাচারকে মোকাবিলা করবেন কীভাবে। নির্বাচন এ দেশে অবশ্যই হবে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এ দেশে নির্বাচন কখনো হবে না। বিএনপি ধৈর্যের দল।’
উপজেলা বিএনপির নেতা মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চু প্রমুখ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। আজ ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। কারণ, নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই ওই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।’
তিনি বলেন, ‘তাদের (অপশক্তি) কাছে টাকা আছে। তাই এদের যদি রুখতে হয়, হাসিনার বিচার করতে হয়, তাহলে নির্বাচন দিতে হবে। আর আপনারাও হাসিনার বিচার করেন, তাতে কারও কোনো আপত্তি নেই। প্রতিটি নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে।’
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সারা বাংলাদেশে যারা বিএনপির ওপর নির্যাতন, অত্যাচার করেছে; বিএনপিকে নির্মূল করে দিয়েছে; বিএনপির নেতা-কর্মীদের নিঃশেষ করে দিয়েছে; যারা এখন পরিবার নিয়ে স্বাভাবিক জীবন ধারণ করতে পারেন না। আজকে তাদের সামনে ওই শয়তানেরা, গণতন্ত্র হত্যাকারীরা, মামলা দেওয়া লোকগুলো যদি মিছিল করে, তারা কি সেটা মেনে নিতে পারে? কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন কোনো প্রকার মব সৃষ্টি করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই তো তারেক রহমানের শক্ত হাতে বিএনপি টিকে আছে।’
বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে, তাহলে এসব স্বৈরাচারকে মোকাবিলা করবেন কীভাবে। নির্বাচন এ দেশে অবশ্যই হবে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এ দেশে নির্বাচন কখনো হবে না। বিএনপি ধৈর্যের দল।’
উপজেলা বিএনপির নেতা মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চু প্রমুখ।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১৯ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে