নীলফামারী প্রতিনিধি

আগামী ৪ জুন নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ‘নীলফামারী এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তনগর ট্রেন সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি থেকে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তনগর ট্রেনটি উদ্বোধন করবেন।
আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৫ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা রয়েছে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর থাকবে ১১টি কোচ।
এ ছাড়া ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে এবং চিলাহাটি স্টেশনে ট্রেনের ব্রেক বেজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে উত্তরের জেলা নীলফামারীর মানুষের যোগাযোগের পথ আরও সুগম হলো। পাশাপাশি এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।’
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে। পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত করা হয়। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করত।

আগামী ৪ জুন নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ‘নীলফামারী এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তনগর ট্রেন সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি থেকে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তনগর ট্রেনটি উদ্বোধন করবেন।
আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৫ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা রয়েছে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর থাকবে ১১টি কোচ।
এ ছাড়া ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে এবং চিলাহাটি স্টেশনে ট্রেনের ব্রেক বেজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে উত্তরের জেলা নীলফামারীর মানুষের যোগাযোগের পথ আরও সুগম হলো। পাশাপাশি এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।’
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে। পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত করা হয়। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করত।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১৭ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে