সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীতে রেললাইনে চারটি স্থানে ফাটল দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার একটি ও সৈয়দপুর উপজেলায় তিনটি স্থানে এ ঘটনা ঘটে। এতে রাজশাহী-চিলাহাটি ও খুলনা-চিলাহাটি রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে রেললাইন কাটা দেখে নাশকতার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে সদর উপজেলার তরুণীবাড়ি বড় পুল রেলক্রসিংয়ের কাছে, সৈয়দপুর উপজেলার রেলওয়ে স্টেশনের উত্তরদিকে গোলাহাট কবরস্থান এলাকায় একটি স্থানে ও ঢেলাপির এলাকায় দুটি স্থানে ফাটল দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের রেলকর্মীরা সেখানে উপস্থিত হন। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ও ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন নির্ধারিত গতির চেয়ে খুব কম গতিতে চলাচল করে। পরে ফেটে যাওয়া লাইনে নতুন লাইন প্রতিস্থাপন করা হলে বিকেলের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, ‘নাশকতার জন্য লাইন কাটেনি, এটা ফেটে গেছে। রেলে নাশকতার কারণে সবার নজর রেললাইনের দিকে। তাই আতঙ্কিত হচ্ছেন সবাই। রেললাইন জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’
সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, ‘রেললাইন কেউ কাটেনি ওইদিন সকালে চার স্থানে ফাটল দেখা দিয়েছে। যা স্বাভাবিক বিষয়। এর কয়েক দিন আগেও চারটি ফাটল ছিল। রেলকর্মীরা, যথারীতি লাইন চেক করে ও এই ফাটলগুলো মেরামত করেন।’
সৈয়দপুর রেলস্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন বলেন, ‘শীতে কুয়াশারর কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় তার ওপর আবার রেললাইনে ফাটল। আজ এ রুটে সবগুলো ট্রেন প্রায় তিনঘন্টা বিলম্বে চলাচল করছে।’

নীলফামারীতে রেললাইনে চারটি স্থানে ফাটল দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার একটি ও সৈয়দপুর উপজেলায় তিনটি স্থানে এ ঘটনা ঘটে। এতে রাজশাহী-চিলাহাটি ও খুলনা-চিলাহাটি রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে রেললাইন কাটা দেখে নাশকতার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে সদর উপজেলার তরুণীবাড়ি বড় পুল রেলক্রসিংয়ের কাছে, সৈয়দপুর উপজেলার রেলওয়ে স্টেশনের উত্তরদিকে গোলাহাট কবরস্থান এলাকায় একটি স্থানে ও ঢেলাপির এলাকায় দুটি স্থানে ফাটল দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের রেলকর্মীরা সেখানে উপস্থিত হন। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ও ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন নির্ধারিত গতির চেয়ে খুব কম গতিতে চলাচল করে। পরে ফেটে যাওয়া লাইনে নতুন লাইন প্রতিস্থাপন করা হলে বিকেলের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, ‘নাশকতার জন্য লাইন কাটেনি, এটা ফেটে গেছে। রেলে নাশকতার কারণে সবার নজর রেললাইনের দিকে। তাই আতঙ্কিত হচ্ছেন সবাই। রেললাইন জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’
সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, ‘রেললাইন কেউ কাটেনি ওইদিন সকালে চার স্থানে ফাটল দেখা দিয়েছে। যা স্বাভাবিক বিষয়। এর কয়েক দিন আগেও চারটি ফাটল ছিল। রেলকর্মীরা, যথারীতি লাইন চেক করে ও এই ফাটলগুলো মেরামত করেন।’
সৈয়দপুর রেলস্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন বলেন, ‘শীতে কুয়াশারর কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় তার ওপর আবার রেললাইনে ফাটল। আজ এ রুটে সবগুলো ট্রেন প্রায় তিনঘন্টা বিলম্বে চলাচল করছে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে