ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে গোমনাতী ইউনিয়ন সদ্য ঘোষণা করা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন দলটির নেতা-কর্মীরা। ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে রাতের আঁধারে বিএনপি ও জাতীয় পার্টির লোক দিয়ে অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তাঁরা।
আজ শনিবার দুপুরে উপজেলার গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিন শতাধিক নেতা-কর্মী ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হামিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইনুল হক সুজন, আওয়ামী লীগ নেতা মুকুন্দ রায় প্রমুখ।
বক্তারা বলেন, ১৭ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী স্বাক্ষরিত গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ইউনিয়নের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপি ও জাতীয় পার্টির লোকজন দিয়ে ওই কমিটি করা হয় বলে অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, ‘আসন্ন ৩১ জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি ৭২ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি করছি।’
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল বলেন, ‘পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে তিন মাসের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। যারা অভিযোগ করেছে, তারা পদ না পাওয়ার বেদনায় অভিযোগ করছে। এটা তিন মাসের জন্য কমিটি, পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তখন তারা কমিটিতে আসতে পারে।’

নীলফামারীর ডোমারে গোমনাতী ইউনিয়ন সদ্য ঘোষণা করা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন দলটির নেতা-কর্মীরা। ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে রাতের আঁধারে বিএনপি ও জাতীয় পার্টির লোক দিয়ে অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তাঁরা।
আজ শনিবার দুপুরে উপজেলার গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিন শতাধিক নেতা-কর্মী ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হামিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইনুল হক সুজন, আওয়ামী লীগ নেতা মুকুন্দ রায় প্রমুখ।
বক্তারা বলেন, ১৭ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী স্বাক্ষরিত গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ইউনিয়নের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপি ও জাতীয় পার্টির লোকজন দিয়ে ওই কমিটি করা হয় বলে অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, ‘আসন্ন ৩১ জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি ৭২ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি করছি।’
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল বলেন, ‘পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে তিন মাসের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। যারা অভিযোগ করেছে, তারা পদ না পাওয়ার বেদনায় অভিযোগ করছে। এটা তিন মাসের জন্য কমিটি, পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তখন তারা কমিটিতে আসতে পারে।’

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১২ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
৩০ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৪০ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
১ ঘণ্টা আগে