নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপনের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেওয়া সেই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শহরের সাহাপাড়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে অবৈধভাবে প্রবেশ, অবস্থান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে মামলাটি করেন অভিজিৎ সর্বজ্ঞ পাপনের মা উমা সর্বজ্ঞ (৫৮)। বিচারক অভিযোগটি থানায় গ্রহণ করার নির্দেশ দেন। পরে গতকাল রোববার আদালতের নির্দেশে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার ডোমার পৌর ছাত্রলীগের সভাপতির বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেন ওই নারী। পরদিন তিনি সদর থানায় তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ভয়ভীতি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে অভিজিৎকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নারীর অভিযোগে জানা যায়, ২০১৩ সালে অভিজিৎ সর্বজ্ঞ পাপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৪ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে হিন্দুধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকে ডোমার, নীলফামারীসহ বিভিন্ন ভাড়া বাড়িতে রাখেন তাঁকে। এরই মধ্যে গত ১৩ মে দিবাগত রাতে হঠাৎ নীলফামারী শহরের মাস্টারপাড়ার ভাড়া বাসায় পাপন কিছু লোকজন নিয়ে এসে তাঁকে শারীরিক নির্যাতন ও গলাটিপে হত্যার চেষ্টা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে পাপনের মায়ের অভিযোগ গ্রহণ করে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে করাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর ডোমারে পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপনের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেওয়া সেই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শহরের সাহাপাড়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে অবৈধভাবে প্রবেশ, অবস্থান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে মামলাটি করেন অভিজিৎ সর্বজ্ঞ পাপনের মা উমা সর্বজ্ঞ (৫৮)। বিচারক অভিযোগটি থানায় গ্রহণ করার নির্দেশ দেন। পরে গতকাল রোববার আদালতের নির্দেশে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার ডোমার পৌর ছাত্রলীগের সভাপতির বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেন ওই নারী। পরদিন তিনি সদর থানায় তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ভয়ভীতি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে অভিজিৎকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নারীর অভিযোগে জানা যায়, ২০১৩ সালে অভিজিৎ সর্বজ্ঞ পাপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৪ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে হিন্দুধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকে ডোমার, নীলফামারীসহ বিভিন্ন ভাড়া বাড়িতে রাখেন তাঁকে। এরই মধ্যে গত ১৩ মে দিবাগত রাতে হঠাৎ নীলফামারী শহরের মাস্টারপাড়ার ভাড়া বাসায় পাপন কিছু লোকজন নিয়ে এসে তাঁকে শারীরিক নির্যাতন ও গলাটিপে হত্যার চেষ্টা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে পাপনের মায়ের অভিযোগ গ্রহণ করে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে করাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
১৭ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১৯ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে