নীলফামারী প্রতিনিধি

তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে নীলফামারীতে ৩০ একর জমির আমন ধান চারা নষ্ট হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কালীতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইসগেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ দেওয়া বন্ধ রয়েছে। বিধ্বস্ত স্থানে মাটি ও জিও ব্যাগ ফেলে মেরামতের কাজ চলছে।
কালীতলা ভাট্টাতলি গ্রামের কৃষক ইউনুছ আলী (৪৫) বলেন, কয়েকদিন ধরে অনাবৃষ্টির কারণে কৃষকদের মধ্যে ক্যানেলের সেচের পানির চাহিদা বেড়েছে। ওই পানি দিয়ে কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। গতকাল শনিবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় সেচ খালে পানি বেড়ে যায়। ইঁদুরের গর্তের কারণে সেচ খালে বাঁধে ফাটল ছিল। আজ সকালে পানির চাপে ওই ফাটলের স্থান ভেঙে আবাদি জমি প্লাবিত হয়ে পড়ে। এতে এলাকার প্রায় ৩০ একর রোপা আমনখেত তলিয়ে যায়।
অন্য কৃষক মোজাম্মেল আলী (৫০) বলেন, ‘আমার ৫ বিঘা জমির রোপা আমনখেত পানিতে তলিয়ে গেছে। এলাকার অনেক কৃষক আমার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে চারা রোপণ করতে হবে।’
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। ধারণা করা হচ্ছে, রাতে ভারী বৃষ্টিপাতের কারণে খালের পাড়ের মাটির ওপর চাপ পড়ে। এতে ইঁদুরের গর্তে পানি ঢুকে পাড়ের ৩০ ফুট বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জিও ব্যাগ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করা হচ্ছে। আশা করি, আগামী দুই দিনের মধ্যে ওই খাল দিয়ে স্বাভাবিক সেচ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’
উল্লেখ্য, তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মাধ্যমে ১ জুলাই থেকে ২০২৫-২৬ অর্থবছরে তিস্তা সেচ প্রকল্পের খরিপ-২ মৌসুমি আমন ধান উৎপাদনে সেচ কার্যক্রম শুরু হয়। এ মৌসুমে ৬৩ হাজার হেক্টরে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে নীলফামারী জেলায় ৩৯ হাজার, রংপুর জেলায় ১৪ হাজার এবং দিনাজপুর জেলায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে।

তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে নীলফামারীতে ৩০ একর জমির আমন ধান চারা নষ্ট হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কালীতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইসগেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ দেওয়া বন্ধ রয়েছে। বিধ্বস্ত স্থানে মাটি ও জিও ব্যাগ ফেলে মেরামতের কাজ চলছে।
কালীতলা ভাট্টাতলি গ্রামের কৃষক ইউনুছ আলী (৪৫) বলেন, কয়েকদিন ধরে অনাবৃষ্টির কারণে কৃষকদের মধ্যে ক্যানেলের সেচের পানির চাহিদা বেড়েছে। ওই পানি দিয়ে কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। গতকাল শনিবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় সেচ খালে পানি বেড়ে যায়। ইঁদুরের গর্তের কারণে সেচ খালে বাঁধে ফাটল ছিল। আজ সকালে পানির চাপে ওই ফাটলের স্থান ভেঙে আবাদি জমি প্লাবিত হয়ে পড়ে। এতে এলাকার প্রায় ৩০ একর রোপা আমনখেত তলিয়ে যায়।
অন্য কৃষক মোজাম্মেল আলী (৫০) বলেন, ‘আমার ৫ বিঘা জমির রোপা আমনখেত পানিতে তলিয়ে গেছে। এলাকার অনেক কৃষক আমার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে চারা রোপণ করতে হবে।’
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। ধারণা করা হচ্ছে, রাতে ভারী বৃষ্টিপাতের কারণে খালের পাড়ের মাটির ওপর চাপ পড়ে। এতে ইঁদুরের গর্তে পানি ঢুকে পাড়ের ৩০ ফুট বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জিও ব্যাগ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করা হচ্ছে। আশা করি, আগামী দুই দিনের মধ্যে ওই খাল দিয়ে স্বাভাবিক সেচ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’
উল্লেখ্য, তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মাধ্যমে ১ জুলাই থেকে ২০২৫-২৬ অর্থবছরে তিস্তা সেচ প্রকল্পের খরিপ-২ মৌসুমি আমন ধান উৎপাদনে সেচ কার্যক্রম শুরু হয়। এ মৌসুমে ৬৩ হাজার হেক্টরে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে নীলফামারী জেলায় ৩৯ হাজার, রংপুর জেলায় ১৪ হাজার এবং দিনাজপুর জেলায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৬ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৩৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে