নীলফামারী প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিক পদের নিয়োগে অনিয়মের অভিযোগে নীলফামারীতে সড়ক অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের সামনে এই অবরোধ করেন তাঁরা। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধে সৈয়দপুর-নীলফামারী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে সড়কের উভয় পার্শ্বের দীর্ঘ সারিতে যানবাহন আটকা পড়ে।
চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, নানা অনিয়মের মাধ্যমে লোক নিয়োগের প্রক্রিয়া চলছিল। এতে বিক্ষুব্ধ হয়ে নিয়োগপ্রত্যাশীরা সামনের সড়ক অবরোধ করেন। পরে বেলা সোয়া ১টার দিকে বিজিবির পক্ষ থেকে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করেন বিক্ষুব্ধরা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চাকরিপ্রত্যাশী বলেন, ‘বিজিবির সৈনিক পদে আমরা পরীক্ষা দিতে এসেছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। ১ থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকার পর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে।
সময়ের পরে যারা এসেছেন, তাঁদের ঢাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিল না। তারা মেডিকেল না করেই আমাদের বের করে দিচ্ছে। এ রকম নানা অনিয়মের বিষয়ে প্রতিবাদ করলে আমাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। এ অবস্থায় আমরা দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানালে বিজিবি কর্তৃপক্ষ বেলা সোয়া ১টার দিকে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।’
জানতে চাইলে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলী আকবর বলেন, ‘আজ শনিবার বিজিবির সৈনিক পদে নিয়োগ ছিল। চাকরিপ্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়। নিয়োগ পরীক্ষার জন্য একটি টিম বাইরে থেকে এসেছে। চাকরিপ্রত্যাশীরা দাবি করে তাদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল।’
তিনি বলেন, ‘তাদের এমন অভিযোগ জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে তাদের।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিক পদের নিয়োগে অনিয়মের অভিযোগে নীলফামারীতে সড়ক অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের সামনে এই অবরোধ করেন তাঁরা। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধে সৈয়দপুর-নীলফামারী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে সড়কের উভয় পার্শ্বের দীর্ঘ সারিতে যানবাহন আটকা পড়ে।
চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, নানা অনিয়মের মাধ্যমে লোক নিয়োগের প্রক্রিয়া চলছিল। এতে বিক্ষুব্ধ হয়ে নিয়োগপ্রত্যাশীরা সামনের সড়ক অবরোধ করেন। পরে বেলা সোয়া ১টার দিকে বিজিবির পক্ষ থেকে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করেন বিক্ষুব্ধরা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চাকরিপ্রত্যাশী বলেন, ‘বিজিবির সৈনিক পদে আমরা পরীক্ষা দিতে এসেছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। ১ থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকার পর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে।
সময়ের পরে যারা এসেছেন, তাঁদের ঢাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিল না। তারা মেডিকেল না করেই আমাদের বের করে দিচ্ছে। এ রকম নানা অনিয়মের বিষয়ে প্রতিবাদ করলে আমাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। এ অবস্থায় আমরা দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানালে বিজিবি কর্তৃপক্ষ বেলা সোয়া ১টার দিকে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।’
জানতে চাইলে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলী আকবর বলেন, ‘আজ শনিবার বিজিবির সৈনিক পদে নিয়োগ ছিল। চাকরিপ্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়। নিয়োগ পরীক্ষার জন্য একটি টিম বাইরে থেকে এসেছে। চাকরিপ্রত্যাশীরা দাবি করে তাদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল।’
তিনি বলেন, ‘তাদের এমন অভিযোগ জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে তাদের।’

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৮ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে