নীলফামারী প্রতিনিধি

সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। গত রোববার বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামি মাসুদকে নীলফামারী আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান আল মাসুদ শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধনিরামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় মোবাইল প্রযুক্তি ব্যবহার ও প্রেমের অভিনয় করে ফাঁদ পেতে পর্ণোগ্রাফি বানানো ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হলে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। পরে গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাসুদ নানাভাবে তাঁর মেয়ে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইলে অন্য ব্যক্তির সাহায্যে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, ‘দুই সপ্তাহ আগে মামলাটি রুজু করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা। এরপর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ দুপুরে নীলফামারী আদালতে তোলা হবে।’

সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। গত রোববার বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামি মাসুদকে নীলফামারী আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান আল মাসুদ শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধনিরামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় মোবাইল প্রযুক্তি ব্যবহার ও প্রেমের অভিনয় করে ফাঁদ পেতে পর্ণোগ্রাফি বানানো ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হলে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। পরে গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাসুদ নানাভাবে তাঁর মেয়ে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইলে অন্য ব্যক্তির সাহায্যে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, ‘দুই সপ্তাহ আগে মামলাটি রুজু করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা। এরপর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ দুপুরে নীলফামারী আদালতে তোলা হবে।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৩ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৩ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩১ মিনিট আগে