সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবির একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে তোলপাড় চলছে শহরজুড়ে। অবশেষে ভিডিওটির বিষয়ে মুখ খুলেছেন মেয়র।
গতকাল শনিবার রাতে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ভিডিওটি ‘সুপার এডিট’ বলে দাবি করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে মেয়র রাফিকা আকতার লিখিত বক্তব্যে বলেন, ‘আমার একটি ভিডিও Jawad Nirjhor আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গত শুক্রবার প্রচার করা হয়েছে। যা আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে ভিডিওটি সুপার এডিট করে বানানো হয়েছে। এই কাল্পনিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি বিস্মিত, হতভম্ব এবং বাকরুদ্ধ হয়ে পড়ি।’
তিনি বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পর গত পৌর নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করে নাগরিকদের সেবার দায়িত্ব কাঁধে তুলে নিই। আর এ দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি প্রতিনিয়ত রাজনীতির কুটচালের শিকার হচ্ছি। তারপরও পৌর পরিষদ ও বিজ্ঞজনদের পরামর্শে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আসছি। এবার শত্রুপক্ষ আমার চরিত্র কলঙ্কিত করতে চাইছে। যান্ত্রিক সভ্যতার নামে আমার মুখচ্ছবি সুপার এডিট করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।’
মেয়র আরও বলেন, ‘সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি যাতে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোটের মাঠে নামতে না পারি। সে জন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে। আমি যাতে আগামী দিনে মেয়র পদে প্রার্থী হতে না পারি সে জন্য সমাজের চোখে আমাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইসিটি অ্যাক্টে মামলা করার প্রস্তুতি গ্রহণ করছি।’
প্রসঙ্গত, গত ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Jawad Nirjhor নামে একটি পেজ থেকে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির অশ্লীল ছবি পোস্ট করা হয়। এরপর গত ২৮ জুলাই BDesh Tv নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। তাৎক্ষণিক ভিডিওটি ভাইরাল হয়।

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবির একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে তোলপাড় চলছে শহরজুড়ে। অবশেষে ভিডিওটির বিষয়ে মুখ খুলেছেন মেয়র।
গতকাল শনিবার রাতে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ভিডিওটি ‘সুপার এডিট’ বলে দাবি করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে মেয়র রাফিকা আকতার লিখিত বক্তব্যে বলেন, ‘আমার একটি ভিডিও Jawad Nirjhor আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গত শুক্রবার প্রচার করা হয়েছে। যা আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে ভিডিওটি সুপার এডিট করে বানানো হয়েছে। এই কাল্পনিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি বিস্মিত, হতভম্ব এবং বাকরুদ্ধ হয়ে পড়ি।’
তিনি বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পর গত পৌর নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করে নাগরিকদের সেবার দায়িত্ব কাঁধে তুলে নিই। আর এ দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি প্রতিনিয়ত রাজনীতির কুটচালের শিকার হচ্ছি। তারপরও পৌর পরিষদ ও বিজ্ঞজনদের পরামর্শে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আসছি। এবার শত্রুপক্ষ আমার চরিত্র কলঙ্কিত করতে চাইছে। যান্ত্রিক সভ্যতার নামে আমার মুখচ্ছবি সুপার এডিট করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।’
মেয়র আরও বলেন, ‘সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি যাতে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোটের মাঠে নামতে না পারি। সে জন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে। আমি যাতে আগামী দিনে মেয়র পদে প্রার্থী হতে না পারি সে জন্য সমাজের চোখে আমাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইসিটি অ্যাক্টে মামলা করার প্রস্তুতি গ্রহণ করছি।’
প্রসঙ্গত, গত ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Jawad Nirjhor নামে একটি পেজ থেকে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির অশ্লীল ছবি পোস্ট করা হয়। এরপর গত ২৮ জুলাই BDesh Tv নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। তাৎক্ষণিক ভিডিওটি ভাইরাল হয়।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৬ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে