নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। মব সৃষ্টি ও প্রকাশ্যে যেভাবে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছে না সরকার নির্বাচনের ব্যাপারে অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।
আজ রোববার বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের শামীম হায়দার পাটোয়ারী এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দপুর হয়ে রংপুর যাচ্ছিলেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের চেয়ারম্যান জি এম কাদের। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর তাঁদের ফুলেল সংবর্ধনা জানান জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। যেহেতু জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, তাই এই প্রক্রিয়া পূর্ণাঙ্গ বলা যায় না। জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্নভাবে সংস্কার বিষয়ে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কিছু কিছু গ্রহণ করা হচ্ছে।’
জাপা মহাসচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে পারেননি। এ জন্য সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে হবে।
পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় শামীম হায়দার বলেন, এটি দলীয় নয়, ব্যক্তিগত অপরাধ। দলের কেউ করলে, দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা থাকতে হবে। ভবিষ্যতে যাতে মব ভায়োলেন্স সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না—এ প্রশ্নের জবাবে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এখনো সময় হয়নি সে কথা বলার। আমরা পার্টির প্রেসিডিয়াম সভায় আলোচনা করেই নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা না-থাকার ওপর নির্ভর করবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত।’

জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। মব সৃষ্টি ও প্রকাশ্যে যেভাবে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছে না সরকার নির্বাচনের ব্যাপারে অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।
আজ রোববার বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের শামীম হায়দার পাটোয়ারী এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দপুর হয়ে রংপুর যাচ্ছিলেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের চেয়ারম্যান জি এম কাদের। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর তাঁদের ফুলেল সংবর্ধনা জানান জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। যেহেতু জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, তাই এই প্রক্রিয়া পূর্ণাঙ্গ বলা যায় না। জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্নভাবে সংস্কার বিষয়ে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কিছু কিছু গ্রহণ করা হচ্ছে।’
জাপা মহাসচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে পারেননি। এ জন্য সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে হবে।
পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় শামীম হায়দার বলেন, এটি দলীয় নয়, ব্যক্তিগত অপরাধ। দলের কেউ করলে, দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা থাকতে হবে। ভবিষ্যতে যাতে মব ভায়োলেন্স সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না—এ প্রশ্নের জবাবে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এখনো সময় হয়নি সে কথা বলার। আমরা পার্টির প্রেসিডিয়াম সভায় আলোচনা করেই নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা না-থাকার ওপর নির্ভর করবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে