সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ওয়াপদা মোড়ে অবস্থান নিয়ে ওই মহাসড়ক অবরোধ করে তাঁরা। এ সময় রাস্তায় দুই পাশে আটকা পড়েছে শতাধিক গাড়ি।
ওই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা উল্লেখিত স্থানে সড়কের ওপর বসে পড়েন। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে এই অবস্থানে কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’—সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
অবরোধে অংশগ্রহণকারীরা জানান, নার্সিং কলেজগুলোতে এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ অন্য শিক্ষার্থীরা এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেই ডিগ্রি সমমান সনদ পাচ্ছেন। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।
তাঁরা আরও বলেন, এই বৈষম্যের বিরুদ্ধে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকার শাহবাগ অবরোধ করেন তারা। প্রায় ছয় ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ। এই ঘটনার বিচার ও দাবি বাস্তবায়নের জন্যই এখানে অবস্থান নয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো অবরোধ চলছিল। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে।

ডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ওয়াপদা মোড়ে অবস্থান নিয়ে ওই মহাসড়ক অবরোধ করে তাঁরা। এ সময় রাস্তায় দুই পাশে আটকা পড়েছে শতাধিক গাড়ি।
ওই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা উল্লেখিত স্থানে সড়কের ওপর বসে পড়েন। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে এই অবস্থানে কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’—সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
অবরোধে অংশগ্রহণকারীরা জানান, নার্সিং কলেজগুলোতে এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ অন্য শিক্ষার্থীরা এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেই ডিগ্রি সমমান সনদ পাচ্ছেন। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।
তাঁরা আরও বলেন, এই বৈষম্যের বিরুদ্ধে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকার শাহবাগ অবরোধ করেন তারা। প্রায় ছয় ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ। এই ঘটনার বিচার ও দাবি বাস্তবায়নের জন্যই এখানে অবস্থান নয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো অবরোধ চলছিল। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১ ঘণ্টা আগে