ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

তিস্তার পানি বাড়া-কমার মধ্যে থাকলেও আতঙ্কে রয়েছেন পাড়ের বাসিন্দারা। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলায় ১০টি চরের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এতে ফসলি জমি, গবাদি পশুসহ ঘরবাড়ির চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তিস্তার তীরবর্তী চরাঞ্চলের বাসিন্দারা।
আজ রোববার সকাল ৮টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি ৫২ দশমিক ৭২ সেন্টিমিটারে প্রবাহিত হলেও দুপুরের পর থেকে পানি প্রবাহ কিছুটা কমেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিস্তার পানি বৃদ্ধির ফলে উপজেলার পূর্ব ছাতনাই, টেপা খড়িবাড়ী, খগাখড়িবাড়ি, চাপানি, ঝুনাগাছ ও গয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। প্রায় ১০টি চর প্লাবিত হয়েছে। এতে পরিবারগুলো পানিবন্দী হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। পানিবন্দী অনেক পরিবার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। পানি বাড়ার কারণে ওই এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
পূর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি সদস্য বদিউজ্জামান বলেন, ‘এরই মধ্যে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত বন্যায় তিস্তার করাল গ্রাসে আমার ভিটেমাটি, বাড়িঘর বিলীন হয়েছে। পানি যতই বৃদ্ধি পাচ্ছে, ততই আমার বুকের কাঁপুনি বাড়ছে।’
কিসামত চরের বাসিন্দা আরিফ হোসেন বলেন, গত বৃহস্পতিবার ভোর থেকে তিস্তার পানি হুহু করে বাড়ছে। এতে চরের মানুষের চোখে ঘুম নেই। বসতভিটে, গবাদিপশু ও ফসলের খেত নিয়ে দুশ্চিন্তায় তাঁদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। এর আগে তিস্তার গ্রাসে ৮ বার আমার বাড়ি ভেঙে গেছে। আমার মতো এ এলাকার মজিদ, ইব্রাহিম, আয়নালসহ অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের বেড়িবাঁধে আশ্রয় নেওয়া সুমি আক্তার বলেন, গত বৃহস্পতিবার রাতে ঘুমিয়েছিলাম। পরে পানির শো শো শব্দে ঘুম ভেঙে যায়। জেগে দেখি ঘরের মেঝেতে কোমর পানি, আঙিনায় বুক বরাবর। এ সময় ছয় মাস বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে কোনোরকমে বাঁধে আশ্রয় নিয়েছি। অল্পের জন্য বেঁচে গেছি। সেই ভয়ে এখনো ঘুমাতে পারছি না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে দুপুরের পর কিছুটা কমলেও পানি আবার বাড়তে পারে। এ জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান মইনুল হক বলেন, তিস্তার পানি বৃদ্ধিতে আমার ইউনিয়নে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়েছিল। এখনো ১৫০টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তাঁদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বন্যাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিস্তার পানি বাড়া-কমার মধ্যে থাকলেও আতঙ্কে রয়েছেন পাড়ের বাসিন্দারা। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলায় ১০টি চরের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এতে ফসলি জমি, গবাদি পশুসহ ঘরবাড়ির চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তিস্তার তীরবর্তী চরাঞ্চলের বাসিন্দারা।
আজ রোববার সকাল ৮টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি ৫২ দশমিক ৭২ সেন্টিমিটারে প্রবাহিত হলেও দুপুরের পর থেকে পানি প্রবাহ কিছুটা কমেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিস্তার পানি বৃদ্ধির ফলে উপজেলার পূর্ব ছাতনাই, টেপা খড়িবাড়ী, খগাখড়িবাড়ি, চাপানি, ঝুনাগাছ ও গয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। প্রায় ১০টি চর প্লাবিত হয়েছে। এতে পরিবারগুলো পানিবন্দী হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। পানিবন্দী অনেক পরিবার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। পানি বাড়ার কারণে ওই এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
পূর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি সদস্য বদিউজ্জামান বলেন, ‘এরই মধ্যে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত বন্যায় তিস্তার করাল গ্রাসে আমার ভিটেমাটি, বাড়িঘর বিলীন হয়েছে। পানি যতই বৃদ্ধি পাচ্ছে, ততই আমার বুকের কাঁপুনি বাড়ছে।’
কিসামত চরের বাসিন্দা আরিফ হোসেন বলেন, গত বৃহস্পতিবার ভোর থেকে তিস্তার পানি হুহু করে বাড়ছে। এতে চরের মানুষের চোখে ঘুম নেই। বসতভিটে, গবাদিপশু ও ফসলের খেত নিয়ে দুশ্চিন্তায় তাঁদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। এর আগে তিস্তার গ্রাসে ৮ বার আমার বাড়ি ভেঙে গেছে। আমার মতো এ এলাকার মজিদ, ইব্রাহিম, আয়নালসহ অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের বেড়িবাঁধে আশ্রয় নেওয়া সুমি আক্তার বলেন, গত বৃহস্পতিবার রাতে ঘুমিয়েছিলাম। পরে পানির শো শো শব্দে ঘুম ভেঙে যায়। জেগে দেখি ঘরের মেঝেতে কোমর পানি, আঙিনায় বুক বরাবর। এ সময় ছয় মাস বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে কোনোরকমে বাঁধে আশ্রয় নিয়েছি। অল্পের জন্য বেঁচে গেছি। সেই ভয়ে এখনো ঘুমাতে পারছি না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে দুপুরের পর কিছুটা কমলেও পানি আবার বাড়তে পারে। এ জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান মইনুল হক বলেন, তিস্তার পানি বৃদ্ধিতে আমার ইউনিয়নে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়েছিল। এখনো ১৫০টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তাঁদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বন্যাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে