Ajker Patrika

সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবসে নানা কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৫: ৫০
সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবসে নানা কর্মসূচি

১২ এপ্রিল সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস। এদিনে স্বাধীনতা পদকপ্রাপ্ত তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য শহীদ ডা. জিকরুল হকসহ স্থানীয় দেড় শতাধিক বুদ্ধিজীবী, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র-যুবনেতাকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। সেই শহীদদের স্মরণে প্রতিবছর এদিনটি পালন করা হয়। 

দিবসটি কেন্দ্র করে উপজেলা প্রশাসন, স্মরণিকা পরিষদ, রক্তঝরা ’৭১, প্রজন্ম ’৭১ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। 

সকালে পৌর শহরের জিআরপি মোড়ে স্মৃতি অম্লানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম। পরে রক্তধারা ’৭১, প্রজন্ম ’৭১, স্মরণিকা পরিষদ, সৈয়দপুর থানা-পুলিশসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য দেয়। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এ ছাড়া শহরের সব ভবনের শীর্ষে উড়ছে জাতীয় ও কালো পতাকা। বিকেলে মিলাদ মাহফিল, গরিব-দুঃখীদের মধ্যে খাবার পরিবেশনসহ সন্ধ্যায় টিআর সড়কের ঠাকুর মন্দিরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ