সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার শেরেবাংলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ভুক্তভোগী গোলাহাট এলাকাবাসীর ব্যানারে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংযোগ সড়কটির গোলাহাট পৌর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। তাঁরা সড়কটির দুরবস্থার জন্য পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন। দ্রুত সড়কটি সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ, ইজিবাইকের চাকলসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সোহেল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম ডাবলু, সাবেক ছাত্রলীগ নেতা মো. বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইজিবাইকচালক মুরাদ, ভুক্তভোগী সারফারাজ, শাকিল আহমেদ, সোনিয়া খাতুন, রিফাত হোসেন, দেলোওয়ার হোসেন, শিফাত আহমেদ প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন সাংবাদিক নওশাদ আনসারী।
অবিলম্বে মেয়রের পদত্যাগ দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর সৈয়দপুরের ইতিহাসে এমন অযোগ্য মেয়র আর দেখেনি পৌরবাসী। যিনি শহর উন্নয়নের বিন্দুমাত্র আন্তরিক নন। শুধু আনো আর খাও—এই নীতিতে চলছেন তিনি। এর আগে সড়কটি সংস্কারে প্রায় ৩১ লাখ টাক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু যেনতেনভাবে এ সড়কটি সংস্কার করায় ছয় মাস যেতেই সড়কটি আগের চেহারায় ফিরে গেছে। এরপর শুধু আমরা রাস্তা সংস্কারের আশ্বাস পাচ্ছি। কাজের কাজ কিছুই হচ্ছে না। আর এতে এলাকার জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা। তামান্না সিনেমা হল থেকে ওয়াপদা মোড় পর্যন্ত দ্রুত চার কিলোমিটার সড়কটি সংস্কার করতে হবে। না হলে পৌর কার্যালয় ঘেরাওসহ এলাকাবাসী কঠোর আন্দোলন করবে।’
এ বিষয়ে জানতে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার শেরেবাংলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ভুক্তভোগী গোলাহাট এলাকাবাসীর ব্যানারে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংযোগ সড়কটির গোলাহাট পৌর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। তাঁরা সড়কটির দুরবস্থার জন্য পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন। দ্রুত সড়কটি সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ, ইজিবাইকের চাকলসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সোহেল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম ডাবলু, সাবেক ছাত্রলীগ নেতা মো. বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইজিবাইকচালক মুরাদ, ভুক্তভোগী সারফারাজ, শাকিল আহমেদ, সোনিয়া খাতুন, রিফাত হোসেন, দেলোওয়ার হোসেন, শিফাত আহমেদ প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন সাংবাদিক নওশাদ আনসারী।
অবিলম্বে মেয়রের পদত্যাগ দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর সৈয়দপুরের ইতিহাসে এমন অযোগ্য মেয়র আর দেখেনি পৌরবাসী। যিনি শহর উন্নয়নের বিন্দুমাত্র আন্তরিক নন। শুধু আনো আর খাও—এই নীতিতে চলছেন তিনি। এর আগে সড়কটি সংস্কারে প্রায় ৩১ লাখ টাক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু যেনতেনভাবে এ সড়কটি সংস্কার করায় ছয় মাস যেতেই সড়কটি আগের চেহারায় ফিরে গেছে। এরপর শুধু আমরা রাস্তা সংস্কারের আশ্বাস পাচ্ছি। কাজের কাজ কিছুই হচ্ছে না। আর এতে এলাকার জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা। তামান্না সিনেমা হল থেকে ওয়াপদা মোড় পর্যন্ত দ্রুত চার কিলোমিটার সড়কটি সংস্কার করতে হবে। না হলে পৌর কার্যালয় ঘেরাওসহ এলাকাবাসী কঠোর আন্দোলন করবে।’
এ বিষয়ে জানতে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে