নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীতে সৈয়দপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ১৫৯ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৫৯৮ টাকার বাজেট ঘোষণা হয়েছে। আজ বৃহস্পতিবার পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট উপস্থাপন করেন মেয়র রাফিকা আকতার জাহান।
বাজেটে রাজস্ব খাতে মোট আয় দেখানো হয়েছে– ৩৬ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৮৯ টাকা। উল্লেখযোগ্য হচ্ছে–পৌরসভার সম্পত্তি থেকে আয় চার কোটি, সরকারি অনুদান ৯৯ লাখ, রিলিফ ১১ লাখ ও পানি শাখার আয় এক কোটি ৮২ লাখ পাঁচ হাজার ৮৫০ টাকা।
অন্যদিকে রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৩২ লাখ ১০ হাজার ১২৮ টাকা। উল্লেখ্যযোগ্য হচ্ছে–পৌরমেয়র ও কাউন্সিলরদের সম্মানী এক কোটি দুই লাখ টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৪৬ লাখ ৫৯ হাজার ৩১২ টাকা, কঞ্জারভেন্সি মজুরি দশ কোটি টাকা, সংস্থাপন খরচ ছয় কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার দুই কোটি পাঁচ লাখ ১৫ হাজার টাকা ও নিজস্ব তহবিলে উন্নয়ন ২৮ লাখ টাকা। এ ছাড়া মেধাবী–গরিব শিক্ষার্থীদের অনুদানের জন্য পাঁচ লাখ, পৌর বৃত্তি ও গুণীজন সম্মাননা পাঁচ লাখ টাকা, খেলাধুলা ও সংস্কৃতি খাতে দশ লাখ টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
এ সময় সৈয়দপুর পৌরসভার সচিব সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, মেয়র-২ আবুল কাশেম সরকার দুলুসহ কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও আমন্ত্রিত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নীলফামারীতে সৈয়দপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ১৫৯ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৫৯৮ টাকার বাজেট ঘোষণা হয়েছে। আজ বৃহস্পতিবার পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট উপস্থাপন করেন মেয়র রাফিকা আকতার জাহান।
বাজেটে রাজস্ব খাতে মোট আয় দেখানো হয়েছে– ৩৬ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৮৯ টাকা। উল্লেখযোগ্য হচ্ছে–পৌরসভার সম্পত্তি থেকে আয় চার কোটি, সরকারি অনুদান ৯৯ লাখ, রিলিফ ১১ লাখ ও পানি শাখার আয় এক কোটি ৮২ লাখ পাঁচ হাজার ৮৫০ টাকা।
অন্যদিকে রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৩২ লাখ ১০ হাজার ১২৮ টাকা। উল্লেখ্যযোগ্য হচ্ছে–পৌরমেয়র ও কাউন্সিলরদের সম্মানী এক কোটি দুই লাখ টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৪৬ লাখ ৫৯ হাজার ৩১২ টাকা, কঞ্জারভেন্সি মজুরি দশ কোটি টাকা, সংস্থাপন খরচ ছয় কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার দুই কোটি পাঁচ লাখ ১৫ হাজার টাকা ও নিজস্ব তহবিলে উন্নয়ন ২৮ লাখ টাকা। এ ছাড়া মেধাবী–গরিব শিক্ষার্থীদের অনুদানের জন্য পাঁচ লাখ, পৌর বৃত্তি ও গুণীজন সম্মাননা পাঁচ লাখ টাকা, খেলাধুলা ও সংস্কৃতি খাতে দশ লাখ টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
এ সময় সৈয়দপুর পৌরসভার সচিব সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, মেয়র-২ আবুল কাশেম সরকার দুলুসহ কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও আমন্ত্রিত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৮ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১১ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪২ মিনিট আগে