সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ঢাকা–খুলনা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচলে ছয়-সাত ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে চরম দুর্ভোগ পড়েছে যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ উপজেলা ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরের তারাগঞ্জের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। সড়ক পথের দূরাবস্থার কারণে এখানকার অধিকাংশ মানুষ ট্রেন হয়েই এসব রুটে যাতায়াত করে। এ স্টেশন থেকে প্রতিদিন পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকা রুটে একটি, রাজশাহী ও খুলনা রুটে তিনটি। তিন রুট মিলে সৈয়দপুর স্টেশন হয়ে প্রতিদিন ১৫-২০ হাজার যাত্রী যাতায়াত করে।
গত শুক্রবার ও শনিবার ঢাকা অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রাত ৯টায় সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে রাত দুইটার দিকে ট্রেনটি ছেড়ে যায়। বেলা ৩টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এ ছাড়া রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস এবং খুলনা অভিমুখে রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ও রকেট মেইল ট্রেন তিন-চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এভাবে বিলম্বে ট্রেন ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছে।
সরেজমিন গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় দুই শতাধিক যাত্রী। তাঁদের মধ্যে ছোট ছেলেময়ে ও বয়স্করাও রয়েছেন।
রংপুরের তারাগঞ্জের ইমরান হোসেন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকার একটি কোম্পানিতে চাকরি হয়েছে আমার। রোববার সকালে যোগদান করতে হবে। সৈয়দপুর স্টেশনে এসে শোনেন যে নীলসাগর ট্রেন রাত ৯টায় যাওয়ার কথা থাকলেও সেটি রাত দুইটার দিকে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দশ্যে ছেড়ে যাবে।’
আমিনুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘ভাতিজার বিয়েতে এসেছিলাম। ছুটি শেষ, রোববার থেকে অফিস করতে হবে। দুই দিন আগেই ট্রেনের টিকিট করেছি। সময়মতো স্টেশনে এসে এখন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ট্রেনের অপেক্ষা করছি। ছোট ছেলে মেয়ে দুটো কান্নাকাটি করছে।’
সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা, সংস্কার কাজ, ক্রসিং, রেললাইন ও সেতু সংস্কারকাজের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ঢাকা–খুলনা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচলে ছয়-সাত ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে চরম দুর্ভোগ পড়েছে যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ উপজেলা ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরের তারাগঞ্জের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। সড়ক পথের দূরাবস্থার কারণে এখানকার অধিকাংশ মানুষ ট্রেন হয়েই এসব রুটে যাতায়াত করে। এ স্টেশন থেকে প্রতিদিন পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকা রুটে একটি, রাজশাহী ও খুলনা রুটে তিনটি। তিন রুট মিলে সৈয়দপুর স্টেশন হয়ে প্রতিদিন ১৫-২০ হাজার যাত্রী যাতায়াত করে।
গত শুক্রবার ও শনিবার ঢাকা অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রাত ৯টায় সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে রাত দুইটার দিকে ট্রেনটি ছেড়ে যায়। বেলা ৩টায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহীর অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এ ছাড়া রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস এবং খুলনা অভিমুখে রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ও রকেট মেইল ট্রেন তিন-চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এভাবে বিলম্বে ট্রেন ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছে।
সরেজমিন গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় দুই শতাধিক যাত্রী। তাঁদের মধ্যে ছোট ছেলেময়ে ও বয়স্করাও রয়েছেন।
রংপুরের তারাগঞ্জের ইমরান হোসেন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকার একটি কোম্পানিতে চাকরি হয়েছে আমার। রোববার সকালে যোগদান করতে হবে। সৈয়দপুর স্টেশনে এসে শোনেন যে নীলসাগর ট্রেন রাত ৯টায় যাওয়ার কথা থাকলেও সেটি রাত দুইটার দিকে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দশ্যে ছেড়ে যাবে।’
আমিনুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘ভাতিজার বিয়েতে এসেছিলাম। ছুটি শেষ, রোববার থেকে অফিস করতে হবে। দুই দিন আগেই ট্রেনের টিকিট করেছি। সময়মতো স্টেশনে এসে এখন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ট্রেনের অপেক্ষা করছি। ছোট ছেলে মেয়ে দুটো কান্নাকাটি করছে।’
সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা, সংস্কার কাজ, ক্রসিং, রেললাইন ও সেতু সংস্কারকাজের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে