নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার পৃথক দুইটি উপজেলায় এ ঘটনা ঘটে।
সকালে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বাবনি গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ভেসে যায় বৃষ্টি ঋষি (৭)। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টির খোঁজ পাওয়া যায়নি।
তাকে উদ্ধারে আশপাশের এলাকায় খোঁজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃষ্টি ওই ইউনিয়নের বগাজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। অনেক রাস্তার ওপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হচ্ছে।
সকালে বাড়ির পাশে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভেসে যায় বৃষ্টি। পরে আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বৃষ্টির সন্ধানে উদ্ধার অভিযান চালায়। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।’
অপর দিকে শুক্রবার খালিয়াজুরী হাওরে ডুবে বুশরা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুশরা উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে হাওরে খেলার ছলে গিয়ে ডুবে যায় বুশরা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

নেত্রকোনায় পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার পৃথক দুইটি উপজেলায় এ ঘটনা ঘটে।
সকালে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বাবনি গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ভেসে যায় বৃষ্টি ঋষি (৭)। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টির খোঁজ পাওয়া যায়নি।
তাকে উদ্ধারে আশপাশের এলাকায় খোঁজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃষ্টি ওই ইউনিয়নের বগাজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। অনেক রাস্তার ওপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হচ্ছে।
সকালে বাড়ির পাশে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভেসে যায় বৃষ্টি। পরে আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বৃষ্টির সন্ধানে উদ্ধার অভিযান চালায়। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।’
অপর দিকে শুক্রবার খালিয়াজুরী হাওরে ডুবে বুশরা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুশরা উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে হাওরে খেলার ছলে গিয়ে ডুবে যায় বুশরা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২০ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৭ মিনিট আগে