নেত্রকোনা প্রতিনিধি

ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী লোকাল ট্রেন এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, ব্যবসায়ীসহ যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটি সকাল ও বিকেলে এই রুটে চলাচল করত। ভোর সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যেত। সকাল সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসত। পরে দুপুর সোয়া দুইটার দিকে ফের ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যেত। গত ১ জুন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় জেলা শহরে বসবাসকারী বিভিন্ন দপ্তরের চাকরিজীবী, ব্যবসায়ী ও যাত্রীরা চরম দুর্ভোগ পড়েছেন।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, ‘লোকাল ট্রেনটি সর্বশেষ ৩১ মে মোহনগঞ্জ এসেছিল। এরপর আর আসেনি। ইঞ্জিনে সমস্যা হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। মেরামত শেষ হলে আবারও চলাচল শুরু করবে।’ দ্রুত ইঞ্জিন মেরামত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কবে নাগাদ ইঞ্জিন মেরামত শেষ হবে তা তিনি জানাতে পারেননি।
এই ট্রেনে নিয়মিত যাতায়াতকারী নেত্রকোনা শহরের বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘লোকাল ট্রেনটি বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি দ্রুত সময়ের মধ্যে মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু করার জন্য।’
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহায়ক পদে কর্মরত নেত্রকোনা শহরের বাসিন্দা কুতুব উদ্দিন। তিনি বলেন, ‘লোকাল ট্রেন দিয়েই বাড়ি থেকে মোহনগঞ্জ গিয়ে চাকরি করি। সকালে লোকাল ট্রেনে গিয়ে অফিসের ডিউটি শেষে বিকেলে আবার লোকাল ট্রেনে চলে আসি। এক সপ্তাহ ধরে ট্রেন বন্ধ থাকায় বড় বিপদে আছি।’
নেত্রকোনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আশা করছি ইঞ্জিনের সমস্যা দূর হয়ে ঈদের আগেই লোকাল ট্রেনটি চালু হবে।

ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী লোকাল ট্রেন এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, ব্যবসায়ীসহ যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটি সকাল ও বিকেলে এই রুটে চলাচল করত। ভোর সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যেত। সকাল সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসত। পরে দুপুর সোয়া দুইটার দিকে ফের ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যেত। গত ১ জুন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় জেলা শহরে বসবাসকারী বিভিন্ন দপ্তরের চাকরিজীবী, ব্যবসায়ী ও যাত্রীরা চরম দুর্ভোগ পড়েছেন।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, ‘লোকাল ট্রেনটি সর্বশেষ ৩১ মে মোহনগঞ্জ এসেছিল। এরপর আর আসেনি। ইঞ্জিনে সমস্যা হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। মেরামত শেষ হলে আবারও চলাচল শুরু করবে।’ দ্রুত ইঞ্জিন মেরামত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কবে নাগাদ ইঞ্জিন মেরামত শেষ হবে তা তিনি জানাতে পারেননি।
এই ট্রেনে নিয়মিত যাতায়াতকারী নেত্রকোনা শহরের বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘লোকাল ট্রেনটি বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি দ্রুত সময়ের মধ্যে মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু করার জন্য।’
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহায়ক পদে কর্মরত নেত্রকোনা শহরের বাসিন্দা কুতুব উদ্দিন। তিনি বলেন, ‘লোকাল ট্রেন দিয়েই বাড়ি থেকে মোহনগঞ্জ গিয়ে চাকরি করি। সকালে লোকাল ট্রেনে গিয়ে অফিসের ডিউটি শেষে বিকেলে আবার লোকাল ট্রেনে চলে আসি। এক সপ্তাহ ধরে ট্রেন বন্ধ থাকায় বড় বিপদে আছি।’
নেত্রকোনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আশা করছি ইঞ্জিনের সমস্যা দূর হয়ে ঈদের আগেই লোকাল ট্রেনটি চালু হবে।

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে