নেত্রকোনা প্রতিনিধি

জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’

জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’

পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
১৫ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে