নেত্রকোনা প্রতিনিধি

জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’

জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে