মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনায় এক শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার মদন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবিদা (১৪)।
আবিদা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজ টিকা নিতে মদন হাসপাতালে যান। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদাকে পরপর ৪ ডোজ ভ্যাকসিন দেয়। পরে আবিদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়েকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে জানাতে গেলে, তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ—বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।
আবিদাকে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগ পেয়েছেন উল্লেখ করে দায়িত্বরত ডাক্তার রিফাত সাঈদ বলেন, ‘কোনো নার্স শিক্ষার্থীকে ৪ ডোজ ভ্যাকসিন দিয়েছে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর জানান, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সকল নার্সদের সর্তক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

নেত্রকোনায় এক শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার মদন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবিদা (১৪)।
আবিদা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজ টিকা নিতে মদন হাসপাতালে যান। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদাকে পরপর ৪ ডোজ ভ্যাকসিন দেয়। পরে আবিদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়েকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে জানাতে গেলে, তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ—বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।
আবিদাকে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগ পেয়েছেন উল্লেখ করে দায়িত্বরত ডাক্তার রিফাত সাঈদ বলেন, ‘কোনো নার্স শিক্ষার্থীকে ৪ ডোজ ভ্যাকসিন দিয়েছে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর জানান, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সকল নার্সদের সর্তক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২৩ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪৪ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে