নেত্রকোনা প্রতিনিধি

জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’

জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৪ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৪ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৯ মিনিট আগে