নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আইনুল হক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মিজানুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আইনুল। আর পেছনে বসা ছিলেন তাঁরই অফিসের পিয়ন মিজানুর রহমান।
এ ঘটনার পর ট্রাকচালক শাকিব হাওলাদারকে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, নিহত আইনুল হক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা ইউনিয়নের কাটাখালি গ্রামের মো. এমদাদুল হক মল্লিকের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের দুর্গাপুর উপজেলার কুল্লগড়া শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত মিজানুর রহমান নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অফিসের কাজে পিয়ন মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থেকে কলমাকান্দায় মোটরসাইকেল যোগে রওনা হন আইনুল হক। পথিমধ্যে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের গজারমারি এলাকায় একই দিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি ট্রাককে ওভারটেক করতে গেলে সংকেত অমান্য করে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আইনুল নিহত হন। আর আরোহী মিজানুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার পর ট্রাকচালক শাকিব হাওলাদারকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
কলমাকান্দা থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যাংক কর্মকর্তা আইনুলের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আইনুল হক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মিজানুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আইনুল। আর পেছনে বসা ছিলেন তাঁরই অফিসের পিয়ন মিজানুর রহমান।
এ ঘটনার পর ট্রাকচালক শাকিব হাওলাদারকে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, নিহত আইনুল হক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা ইউনিয়নের কাটাখালি গ্রামের মো. এমদাদুল হক মল্লিকের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের দুর্গাপুর উপজেলার কুল্লগড়া শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত মিজানুর রহমান নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অফিসের কাজে পিয়ন মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থেকে কলমাকান্দায় মোটরসাইকেল যোগে রওনা হন আইনুল হক। পথিমধ্যে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের গজারমারি এলাকায় একই দিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি ট্রাককে ওভারটেক করতে গেলে সংকেত অমান্য করে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আইনুল নিহত হন। আর আরোহী মিজানুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার পর ট্রাকচালক শাকিব হাওলাদারকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
কলমাকান্দা থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যাংক কর্মকর্তা আইনুলের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে