দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য চেয়ারম্যান পদত্যাগ করেন। কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
তাই জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ ২৯৮ আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। এ আসনে ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্ত পাননি। মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী।
ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঝুমা তালুকদারের পক্ষে তাঁর প্রতিনিধি মো. আবু রায়হান।
বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয় জানতে চাইলে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন করতে দলের কোনো বাধা নেই। নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে, তাই নির্বাচন করব। আমি দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করে আসছি। আমার পিতা মরহুম জালাল উদ্দিন তালুকদার এ আসনের সংসদ সদস্য ছিলেন। আমার পিতার অসমাপ্ত কাজগুলো আপনাদের সঙ্গে নিয়ে সমাপ্ত করতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।’

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য চেয়ারম্যান পদত্যাগ করেন। কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
তাই জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ ২৯৮ আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। এ আসনে ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্ত পাননি। মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী।
ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঝুমা তালুকদারের পক্ষে তাঁর প্রতিনিধি মো. আবু রায়হান।
বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয় জানতে চাইলে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন করতে দলের কোনো বাধা নেই। নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে, তাই নির্বাচন করব। আমি দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করে আসছি। আমার পিতা মরহুম জালাল উদ্দিন তালুকদার এ আসনের সংসদ সদস্য ছিলেন। আমার পিতার অসমাপ্ত কাজগুলো আপনাদের সঙ্গে নিয়ে সমাপ্ত করতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।’

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২৪ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে