নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় পলাতক চোরাকারবারি অলি আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন তিনি ভারতে পলাতক ছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অলি আহমেদ ওই উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, অলি আহমেদ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে সীমান্ত চোরাচালানের সিন্ডিকেট চালাতেন। সীমান্তের চোরাচালান তাঁর মাধ্যমে নিয়ন্ত্রণ হতো। তাঁর নিজস্ব বাহিনী দিয়ে সীমান্তে ত্রাস সৃষ্টি করে এসব চোরাচালান পরিচালনা করতেন। ২০২৪ সালে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক হামলারও অভিযোগ রয়েছে। ২০০৮ সালে সাত বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে অলি আহমেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অলি আহমেদ ভারতে পালিয়ে যান। তবে ঈদ উপলক্ষে দেশে ফেরার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘অলি আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চোরাচালানের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাঁকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।’
ওসি বলেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে।

নেত্রকোনার কলমাকান্দায় পলাতক চোরাকারবারি অলি আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন তিনি ভারতে পলাতক ছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অলি আহমেদ ওই উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, অলি আহমেদ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে সীমান্ত চোরাচালানের সিন্ডিকেট চালাতেন। সীমান্তের চোরাচালান তাঁর মাধ্যমে নিয়ন্ত্রণ হতো। তাঁর নিজস্ব বাহিনী দিয়ে সীমান্তে ত্রাস সৃষ্টি করে এসব চোরাচালান পরিচালনা করতেন। ২০২৪ সালে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক হামলারও অভিযোগ রয়েছে। ২০০৮ সালে সাত বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে অলি আহমেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অলি আহমেদ ভারতে পালিয়ে যান। তবে ঈদ উপলক্ষে দেশে ফেরার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘অলি আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চোরাচালানের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাঁকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।’
ওসি বলেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৪ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৭ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩২ মিনিট আগে