নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় এক কৃষকের দুটি গরু চুরি করে ট্রাকে তুলে পালাচ্ছিলেন এক ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে ওই ট্রাকটি থামায় পুলিশ। পরে ওই ব্যক্তি সদুত্তর দিতে না পারায় বিষয়টি ধরা পড়ে।
আজ বুধবার ভোরে সদর উপজেলার ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি জামালপুর জেলা সদরের ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, জেলা সদরের মুগরাটিয়া গ্রামের এক কৃষকের গোয়াল থেকে রাতে দুটি গরু চুরি করে ট্রাকে করে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। আজ বুধবার ভোরে ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ট্রাকটি থামায়। পরে জিজ্ঞাসাবাদে দেলোয়ার গরুগুলো কোথায় থেকে নিয়ে এসেছেন এ বিষয়ে সঠিক কোনো জবাব দিতে পারেননি।
পরে গরুবোঝাই ট্রাকটিসহ দেলায়ারকে আটক থানায় নিয়ে যায় পুলিশ। খোঁজ খবর নিয়ে গরুর প্রকৃত মালিক মুগরাটিয়া গ্রামের আব্দুল গফুর বলে জানতে পারে পুলিশ।
পরে আব্দুল গফুর বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা দায়ের করেন। দুটি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন আব্দুল গফুর।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, গরুর মালিকের করা মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় এক কৃষকের দুটি গরু চুরি করে ট্রাকে তুলে পালাচ্ছিলেন এক ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে ওই ট্রাকটি থামায় পুলিশ। পরে ওই ব্যক্তি সদুত্তর দিতে না পারায় বিষয়টি ধরা পড়ে।
আজ বুধবার ভোরে সদর উপজেলার ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি জামালপুর জেলা সদরের ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, জেলা সদরের মুগরাটিয়া গ্রামের এক কৃষকের গোয়াল থেকে রাতে দুটি গরু চুরি করে ট্রাকে করে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। আজ বুধবার ভোরে ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ট্রাকটি থামায়। পরে জিজ্ঞাসাবাদে দেলোয়ার গরুগুলো কোথায় থেকে নিয়ে এসেছেন এ বিষয়ে সঠিক কোনো জবাব দিতে পারেননি।
পরে গরুবোঝাই ট্রাকটিসহ দেলায়ারকে আটক থানায় নিয়ে যায় পুলিশ। খোঁজ খবর নিয়ে গরুর প্রকৃত মালিক মুগরাটিয়া গ্রামের আব্দুল গফুর বলে জানতে পারে পুলিশ।
পরে আব্দুল গফুর বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা দায়ের করেন। দুটি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন আব্দুল গফুর।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, গরুর মালিকের করা মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১০ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩০ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৬ মিনিট আগে