Ajker Patrika

গরু চুরি করে পালানোর সময় পুলিশের কাছে ধরা 

নেত্রকোনা প্রতিনিধি
গরু চুরি করে পালানোর সময় পুলিশের কাছে ধরা 

নেত্রকোনায় এক কৃষকের দুটি গরু চুরি করে ট্রাকে তুলে পালাচ্ছিলেন এক ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে ওই ট্রাকটি থামায় পুলিশ। পরে ওই ব্যক্তি সদুত্তর দিতে না পারায় বিষয়টি ধরা পড়ে।

আজ বুধবার ভোরে সদর উপজেলার ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি জামালপুর জেলা সদরের ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, জেলা সদরের মুগরাটিয়া গ্রামের এক কৃষকের গোয়াল থেকে রাতে দুটি গরু চুরি করে ট্রাকে করে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। আজ বুধবার ভোরে ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ট্রাকটি থামায়। পরে জিজ্ঞাসাবাদে দেলোয়ার গরুগুলো কোথায় থেকে নিয়ে এসেছেন এ বিষয়ে সঠিক কোনো জবাব দিতে পারেননি।

পরে গরুবোঝাই ট্রাকটিসহ দেলায়ারকে আটক থানায় নিয়ে যায় পুলিশ। খোঁজ খবর নিয়ে গরুর প্রকৃত মালিক মুগরাটিয়া গ্রামের আব্দুল গফুর বলে জানতে পারে পুলিশ।

পরে আব্দুল গফুর বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা দায়ের করেন। দুটি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন আব্দুল গফুর।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, গরুর মালিকের করা মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত