নেত্রকোনা প্রতিনিধি

অবৈধভাবে ইটভাটা চালানোর অভিযোগে নেত্রকোনার আটপাড়া উপজেলার ‘নেহাল ব্রিকস ফিল্ড’ নামের ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এর দুদিন পরই সেটি চালু করে ইটভাটা কর্তৃপক্ষ। ভাটাটিতে এরপর থেকে পুরোদমে শুরু হয় ইট পোড়ানোর কাজ।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে নেহাল ব্রিকস ফিল্ডে ভেঙে দেওয়া জায়গাগুলো মাটি দিয়ে সংস্কার করতে দেখা গেছে। ওই ইটভাটার শ্রমিক নূর মোহাম্মদ বলেন, অভিযানে ইটভাটার তিনটি স্থানের কিছু অংশ ভ্যাকু দিয়ে ভেঙে দেয় প্রশাসন। পরে মাটি দিয়ে সেই স্থান মেরামত করা হয়েছে। বন্ধের দুই-তিন দিন পরই এটি চালু করা হয়েছে। তবে কি উপায়ে চালু করা হয়েছে তা তিনি জানেন না।
এ বিষয়ে ইট ভাটাটির মালিক আব্দুস সামাদ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আজ বুধবার। তিনি ভাটা চালু করার কথা স্বীকার করে বলেন, ‘প্রশাসন জরিমানা করে বন্ধ করেছে সত্য। এখন আমি আবারও চালু করেছি।’ আবারও চালুর জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না অনুমতি নেওয়া হয়নি। আমি–ই চালু করেছি।’
নেহাল ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গত ১৯ জানুয়ারি প্রশাসন অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে এটির কার্যক্রম বন্ধ করেছে। তবে একজন নেতার মাধ্যমে দ্রুত ইটভাটার কার্যক্রম ফের চালু করা হয়েছে। নেতার নাম জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই ইটভাটায় অভিযান চালানো হয়। ৬০ হাজার টাকা জরিমানাসহ এটির কার্যক্রম বন্ধ করা হয়। সাংবাদিকদের মাধ্যমে জেনেছি ইটভাটাটি সংস্কার করে ফের কার্যক্রম শুরু করেছে। এটি আইন বিরোধী। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর জাহান চৌধুরী বলেন, নিয়ম না মেনে গড়ে ওঠা পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেত্রকোনা জেলার নেটওয়ার্ক মেম্বার দেলোয়ার খান বলেন, ‘পরিবেশের ক্ষতি মেনে নেওয়া যাবে না। পরিবেশে দূষিত হলে এর কুফল আমাদের সবার ওপর পড়বে। যেসব ইটভাটা বিদ্যালয় বা বসতবাড়ির আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলো দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে আটপাড়ার ইউএনওকে বলব।’

অবৈধভাবে ইটভাটা চালানোর অভিযোগে নেত্রকোনার আটপাড়া উপজেলার ‘নেহাল ব্রিকস ফিল্ড’ নামের ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এর দুদিন পরই সেটি চালু করে ইটভাটা কর্তৃপক্ষ। ভাটাটিতে এরপর থেকে পুরোদমে শুরু হয় ইট পোড়ানোর কাজ।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে নেহাল ব্রিকস ফিল্ডে ভেঙে দেওয়া জায়গাগুলো মাটি দিয়ে সংস্কার করতে দেখা গেছে। ওই ইটভাটার শ্রমিক নূর মোহাম্মদ বলেন, অভিযানে ইটভাটার তিনটি স্থানের কিছু অংশ ভ্যাকু দিয়ে ভেঙে দেয় প্রশাসন। পরে মাটি দিয়ে সেই স্থান মেরামত করা হয়েছে। বন্ধের দুই-তিন দিন পরই এটি চালু করা হয়েছে। তবে কি উপায়ে চালু করা হয়েছে তা তিনি জানেন না।
এ বিষয়ে ইট ভাটাটির মালিক আব্দুস সামাদ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আজ বুধবার। তিনি ভাটা চালু করার কথা স্বীকার করে বলেন, ‘প্রশাসন জরিমানা করে বন্ধ করেছে সত্য। এখন আমি আবারও চালু করেছি।’ আবারও চালুর জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না অনুমতি নেওয়া হয়নি। আমি–ই চালু করেছি।’
নেহাল ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গত ১৯ জানুয়ারি প্রশাসন অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে এটির কার্যক্রম বন্ধ করেছে। তবে একজন নেতার মাধ্যমে দ্রুত ইটভাটার কার্যক্রম ফের চালু করা হয়েছে। নেতার নাম জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই ইটভাটায় অভিযান চালানো হয়। ৬০ হাজার টাকা জরিমানাসহ এটির কার্যক্রম বন্ধ করা হয়। সাংবাদিকদের মাধ্যমে জেনেছি ইটভাটাটি সংস্কার করে ফের কার্যক্রম শুরু করেছে। এটি আইন বিরোধী। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর জাহান চৌধুরী বলেন, নিয়ম না মেনে গড়ে ওঠা পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেত্রকোনা জেলার নেটওয়ার্ক মেম্বার দেলোয়ার খান বলেন, ‘পরিবেশের ক্ষতি মেনে নেওয়া যাবে না। পরিবেশে দূষিত হলে এর কুফল আমাদের সবার ওপর পড়বে। যেসব ইটভাটা বিদ্যালয় বা বসতবাড়ির আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলো দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে আটপাড়ার ইউএনওকে বলব।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩৫ মিনিট আগে