নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আহমেদ নামের দুই যুবলীগ নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ হামলা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান উজ্জ্বল ও যুগ্ম সম্মাদক ফেরদৌস আহমেদ মোটরসাইকেলযোগে উপজেলা সদর থেকে স্টেশনরোড হয়ে পূর্বধলা শহরের দিকে আসছিলেন। এ সময় স্টেশনরোডের খাদ্যগুদামের কাছে আসলে দুর্বৃত্তরা তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে লোহার পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁদের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার পরপরই দুই যুবলীগ নেতার লোকজন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ আলম টিপুর খাদ্যগুদাম রোডের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঘটনায় পূর্বধলা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। শহরের অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ফুটেজ সংগ্রহ করে দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে। এদিকে খোঁজ খবর নিয়ে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা করেনি। তবে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আহমেদ নামের দুই যুবলীগ নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ হামলা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান উজ্জ্বল ও যুগ্ম সম্মাদক ফেরদৌস আহমেদ মোটরসাইকেলযোগে উপজেলা সদর থেকে স্টেশনরোড হয়ে পূর্বধলা শহরের দিকে আসছিলেন। এ সময় স্টেশনরোডের খাদ্যগুদামের কাছে আসলে দুর্বৃত্তরা তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে লোহার পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁদের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার পরপরই দুই যুবলীগ নেতার লোকজন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ আলম টিপুর খাদ্যগুদাম রোডের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঘটনায় পূর্বধলা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। শহরের অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ফুটেজ সংগ্রহ করে দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে। এদিকে খোঁজ খবর নিয়ে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা করেনি। তবে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে