নাটোর প্রতিনিধি

নাটোর-৩ (সিংড়া) আসনে গোপন কক্ষের ভেতর ব্যালটে সিল মারার পর তা এজেন্টের সামনে তা ভাঁজ করার নির্দেশ দেওয়া এজেন্ট মাহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে আরেকজনকে এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
আজ শনিবার রাত ৮টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য জানান নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট রুহুল আমিন।
রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একজন এজেন্ট ৭ তারিখের ভোট নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছেন যা ভাইরাল হয়েছে। এটা নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলকের দৃষ্টিগোচর হয়েছে। তিনি চান না বিতর্কিত কেউ নির্বাচনে তাঁর এজেন্ট হিসেবে দায়িত্ব থাকুক। তাই তাঁর সম্মতিতে এজেন্ট পরিবর্তন করা হয়েছে।’
রুহুল আমিন আরও বলেন, ‘আমরা এই অবস্থায় খুব দ্রুত আরেকজনকে দায়িত্ব দিচ্ছি। খোঁজ নেওয়া হচ্ছে কে ফাঁকা আছেন। কিছু আনুষ্ঠানিকতা আছে যা পালন করতে সময় লাগছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সুকাশ ইউনিয়নের সুকাশ বাজারে নৌকার পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মাহাবুর রহমান কিছু কথা বলেন। সেটির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে ভোটারদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমানকে বলতে শোনা যায়, ‘সিল মারবেন কাপড়ের মধ্যে, ব্যালট ভাঁজ করবেন এজেন্টের সামনে, এজেন্ট যেন বুঝতে পারে, আপনি কাকে ভোট দিলেন। এই কাজটা করলে আমাদের বিজয় নিশ্চিত। ব্যালটে কাকে সিল মারবেন, এটা যেন এজেন্ট বুঝতে পারেন। এটা দেখার জন্য কিন্তু মিন্টু (যুবলীগ কর্মী) থাকবে এক রুমে আর আমি থাকব আরেক রুমে। আর মহিলা রুমে আমার বউ ও ভাগনি থাকবে। কে কোথায় ভোট দিচ্ছেন, ব্যালটটা বাক্সের কাছে যখন ভাঁজাবে, তখন তোমরা দেখে নেবে। এটা কিন্তু করতে হবে নৌকাকে বিজয় লাভ করাতে হলে এবং সফলতা আনতে হলে। নয়তো আমরা পরিশ্রমই করলাম, কিন্তু কাজের বেলায় গিয়ে হবে ঠনঠনাঠন।’
মাহাবুর আরও বলেন, ‘যে ব্যক্তি রুমের মধ্যে ব্যালট ভাঁজাবে, আমরা বুঝে নিব সে আমাদের ভোট দিচ্ছে না। আমরা বুঝে নিব সে নৌকায় ভোট দিবে না। নৌকাকে যদি বিজয়ী লাভ করাতে চান, তাহলে ভোটারের কাছে আমার এই মেসেজ পৌঁছে দিবেন। যাঁরা নৌকায় ভোট দিতে দ্বিধাবোধ করবেন, তাঁরা সেন্টারে আইসেন না।’
তিনি বলেন, ‘এই এলাকায় তো আমরা বসবাস করব। আগামী রোববার যেন কোনো চিল (ঈগল) পাখির এজেন্ট সেন্টারে না আসে। আরও বলে দিবেন, ৭ তারিখের পর কিন্তু ৮ তারিখ সকাল হবে।’
উল্লেখ্য, নাটোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সিংড়া উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

নাটোর-৩ (সিংড়া) আসনে গোপন কক্ষের ভেতর ব্যালটে সিল মারার পর তা এজেন্টের সামনে তা ভাঁজ করার নির্দেশ দেওয়া এজেন্ট মাহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে আরেকজনকে এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
আজ শনিবার রাত ৮টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য জানান নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট রুহুল আমিন।
রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একজন এজেন্ট ৭ তারিখের ভোট নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছেন যা ভাইরাল হয়েছে। এটা নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলকের দৃষ্টিগোচর হয়েছে। তিনি চান না বিতর্কিত কেউ নির্বাচনে তাঁর এজেন্ট হিসেবে দায়িত্ব থাকুক। তাই তাঁর সম্মতিতে এজেন্ট পরিবর্তন করা হয়েছে।’
রুহুল আমিন আরও বলেন, ‘আমরা এই অবস্থায় খুব দ্রুত আরেকজনকে দায়িত্ব দিচ্ছি। খোঁজ নেওয়া হচ্ছে কে ফাঁকা আছেন। কিছু আনুষ্ঠানিকতা আছে যা পালন করতে সময় লাগছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সুকাশ ইউনিয়নের সুকাশ বাজারে নৌকার পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মাহাবুর রহমান কিছু কথা বলেন। সেটির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে ভোটারদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমানকে বলতে শোনা যায়, ‘সিল মারবেন কাপড়ের মধ্যে, ব্যালট ভাঁজ করবেন এজেন্টের সামনে, এজেন্ট যেন বুঝতে পারে, আপনি কাকে ভোট দিলেন। এই কাজটা করলে আমাদের বিজয় নিশ্চিত। ব্যালটে কাকে সিল মারবেন, এটা যেন এজেন্ট বুঝতে পারেন। এটা দেখার জন্য কিন্তু মিন্টু (যুবলীগ কর্মী) থাকবে এক রুমে আর আমি থাকব আরেক রুমে। আর মহিলা রুমে আমার বউ ও ভাগনি থাকবে। কে কোথায় ভোট দিচ্ছেন, ব্যালটটা বাক্সের কাছে যখন ভাঁজাবে, তখন তোমরা দেখে নেবে। এটা কিন্তু করতে হবে নৌকাকে বিজয় লাভ করাতে হলে এবং সফলতা আনতে হলে। নয়তো আমরা পরিশ্রমই করলাম, কিন্তু কাজের বেলায় গিয়ে হবে ঠনঠনাঠন।’
মাহাবুর আরও বলেন, ‘যে ব্যক্তি রুমের মধ্যে ব্যালট ভাঁজাবে, আমরা বুঝে নিব সে আমাদের ভোট দিচ্ছে না। আমরা বুঝে নিব সে নৌকায় ভোট দিবে না। নৌকাকে যদি বিজয়ী লাভ করাতে চান, তাহলে ভোটারের কাছে আমার এই মেসেজ পৌঁছে দিবেন। যাঁরা নৌকায় ভোট দিতে দ্বিধাবোধ করবেন, তাঁরা সেন্টারে আইসেন না।’
তিনি বলেন, ‘এই এলাকায় তো আমরা বসবাস করব। আগামী রোববার যেন কোনো চিল (ঈগল) পাখির এজেন্ট সেন্টারে না আসে। আরও বলে দিবেন, ৭ তারিখের পর কিন্তু ৮ তারিখ সকাল হবে।’
উল্লেখ্য, নাটোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সিংড়া উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে