নাটোর প্রতিনিধি

বেতনভাতা ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধির দাবিতে বাস মালিকদের সঙ্গে চালক, হেলপার ও কাউন্টার স্টাফদের দ্বন্দ্বে, নাটোর থেকে ঢাকাগামী সকল কোচ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আজ সোমবার দুপুর থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এদিকে একই দাবিতে সকাল থেকে রাজশাহী-ঢাকাসহ সব দূরপাল্লার বাস বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নাটোর বাস টার্মিনালের বিভিন্ন কোচ কাউন্টারের কর্মরত ব্যক্তিরা বলছেন, দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলস-এর শ্রমিকেরা তাদের কোচ বন্ধ করে দেয়। এরপর ঢাকা থেকে তাদের সকল গাড়ি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তারা ঢাকাগামী অন্যান্য কোচগুলো বন্ধ করে দিয়েছেন। তাদের বিক্রীত টিকিটের টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকাগামী কোচের যাত্রীরা পড়েছেন বিপাকে।
সামিউল ইসলাম নামের একজন যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নাটোর বাস টার্মিনালে এসেছেন। তিনি বলেন, বিকেল চারটায় টার্মিনালে পৌঁছে জেনেছেন দুপুর থেকে বাস বন্ধ। সন্ধ্যা পর্যন্ত এখনো তিনি বাসের অপেক্ষায় রয়েছেন। এটা এক চরম ভোগান্তি।
দেশ ট্রাভেলসের নাটোর কাউন্টার ম্যানেজার নজরুল ইসলাম বলেন, বাস বন্ধের সিদ্ধান্ত হওয়ায় তারা নাটোর কাউন্টার থেকে এ পর্যন্ত অর্ধ শতাধিক টিকিট ফেরত দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও ফোন করে টাকা ফেরত নিয়ে যেতে বলা হয়েছে। একতা পরিবহনের স্টাফদের বেতন ও অন্যান্য সুবিধার সমপরিমাণ সুবিধা দেওয়া না হলে এ কর্মবিরতি চলবে।
এদিকে, অন্য সকল বাস বন্ধ থাকায় একতা পরিবহনের ওপর চাপ বেড়েছে। যাত্রীরা হুমড়ি খেয়ে টিকিট কেনায় টিকিট সংকট দেখা গেছে। বর্ধিত চাহিদা মেটানোর জন্য দ্বিতীয় শ্রেণির কোচগুলোকে রাস্তায় চলতে দেখা গেছে।
জেলা বাস মালিক সমিতির সাজেদুল ইসলাম সাগর বলেন, ‘কোচ মালিকদের সঙ্গে স্টাফদের বনিবনা না হওয়ায় তারা কর্মবিরতি ও বাস বন্ধ করে দিয়েছেন বলে জেনেছি। তবে আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক আছে।’

বেতনভাতা ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধির দাবিতে বাস মালিকদের সঙ্গে চালক, হেলপার ও কাউন্টার স্টাফদের দ্বন্দ্বে, নাটোর থেকে ঢাকাগামী সকল কোচ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আজ সোমবার দুপুর থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এদিকে একই দাবিতে সকাল থেকে রাজশাহী-ঢাকাসহ সব দূরপাল্লার বাস বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নাটোর বাস টার্মিনালের বিভিন্ন কোচ কাউন্টারের কর্মরত ব্যক্তিরা বলছেন, দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলস-এর শ্রমিকেরা তাদের কোচ বন্ধ করে দেয়। এরপর ঢাকা থেকে তাদের সকল গাড়ি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তারা ঢাকাগামী অন্যান্য কোচগুলো বন্ধ করে দিয়েছেন। তাদের বিক্রীত টিকিটের টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকাগামী কোচের যাত্রীরা পড়েছেন বিপাকে।
সামিউল ইসলাম নামের একজন যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নাটোর বাস টার্মিনালে এসেছেন। তিনি বলেন, বিকেল চারটায় টার্মিনালে পৌঁছে জেনেছেন দুপুর থেকে বাস বন্ধ। সন্ধ্যা পর্যন্ত এখনো তিনি বাসের অপেক্ষায় রয়েছেন। এটা এক চরম ভোগান্তি।
দেশ ট্রাভেলসের নাটোর কাউন্টার ম্যানেজার নজরুল ইসলাম বলেন, বাস বন্ধের সিদ্ধান্ত হওয়ায় তারা নাটোর কাউন্টার থেকে এ পর্যন্ত অর্ধ শতাধিক টিকিট ফেরত দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও ফোন করে টাকা ফেরত নিয়ে যেতে বলা হয়েছে। একতা পরিবহনের স্টাফদের বেতন ও অন্যান্য সুবিধার সমপরিমাণ সুবিধা দেওয়া না হলে এ কর্মবিরতি চলবে।
এদিকে, অন্য সকল বাস বন্ধ থাকায় একতা পরিবহনের ওপর চাপ বেড়েছে। যাত্রীরা হুমড়ি খেয়ে টিকিট কেনায় টিকিট সংকট দেখা গেছে। বর্ধিত চাহিদা মেটানোর জন্য দ্বিতীয় শ্রেণির কোচগুলোকে রাস্তায় চলতে দেখা গেছে।
জেলা বাস মালিক সমিতির সাজেদুল ইসলাম সাগর বলেন, ‘কোচ মালিকদের সঙ্গে স্টাফদের বনিবনা না হওয়ায় তারা কর্মবিরতি ও বাস বন্ধ করে দিয়েছেন বলে জেনেছি। তবে আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক আছে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১১ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
১৬ মিনিট আগে