নাটোর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয়, ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাধা দিয়েছিল, দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে।
আজ সোমবার নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণেরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এ জন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের (এনসিপি) ওপর আস্থা রাখুন। গণ-অভ্যুত্থানের সময়ের মতোই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনোরূপ আপস হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ।’

সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণ দেশের শাসনব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা ছাত্রলীগের সঙ্গে আপস করি নাই, ক্ষমতার সঙ্গে আপস করি নাই। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোনো ভয়ে আমরা ভীত নই। আমরা এগিয়ে যাব দেশের মানুষকে সঙ্গে নিয়ে।’
এ সময় সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী তাজনূভা জাবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সোয়া ১টায় এনসিপি নেতাদের গাড়িবহর রাজশাহী থেকে নাটোরের প্রবেশমুখ তোকিয়া বাজারে এসে পৌঁছায়। এ সময় সংগঠনের জেলা নেতারা তাদের স্বাগত জানান।
পরে ছয়টি গাড়িতে নেতারা নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় গিয়ে আগে থেকে প্রস্তুত রাখা খোলা ট্রাকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সমাবেশে বক্তব্য দেন। শেষে তাঁদের গাড়িবহর বেলা ৩টায় সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয়, ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাধা দিয়েছিল, দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে।
আজ সোমবার নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণেরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এ জন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের (এনসিপি) ওপর আস্থা রাখুন। গণ-অভ্যুত্থানের সময়ের মতোই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনোরূপ আপস হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ।’

সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণ দেশের শাসনব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা ছাত্রলীগের সঙ্গে আপস করি নাই, ক্ষমতার সঙ্গে আপস করি নাই। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোনো ভয়ে আমরা ভীত নই। আমরা এগিয়ে যাব দেশের মানুষকে সঙ্গে নিয়ে।’
এ সময় সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী তাজনূভা জাবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সোয়া ১টায় এনসিপি নেতাদের গাড়িবহর রাজশাহী থেকে নাটোরের প্রবেশমুখ তোকিয়া বাজারে এসে পৌঁছায়। এ সময় সংগঠনের জেলা নেতারা তাদের স্বাগত জানান।
পরে ছয়টি গাড়িতে নেতারা নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় গিয়ে আগে থেকে প্রস্তুত রাখা খোলা ট্রাকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সমাবেশে বক্তব্য দেন। শেষে তাঁদের গাড়িবহর বেলা ৩টায় সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে