প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

মাছ চুরির অভিযোগ দিয়ে অব্যাহত হুমকির মুখে নাটোরের নলডাঙ্গায় চন্দন কুমার (১৩) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোর কীটনাশক খেয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব মাধনগর সিং পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চন্দন কুমার সিং ওই গ্রামের প্রদীপ সিং এর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন ডলার হোসেন ও নিহত চন্দনের পিতা প্রদীপ সিং ও এলাকাবাসী জানান, উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মাছ চাষি আব্দুর রাজ্জাগের পুকুরে গত বৃহস্পতিবার রাতে মাছ চুরির ঘটনা ঘটে। এ মাছ চুরির জন্য চন্দনসহ কয়েকজন কিশোরকে দায়ী করেন মাছ চাষি আব্দুর রাজ্জাগ। পরে তাঁদের বিরুদ্ধে মাছ চুরির বিচার চেয়ে মাধনগর বাজার কমিটির কাছে নালিশ দেন তিনি। আগামী রোববার সালিশি বৈঠক বসার কথা। পুকুরের মালিক আব্দুর রাজ্জাগ দাবি তাঁর পুকুর থেকে ১০ লাখ টাকার মাছ চুরি করেছে চন্দন ও তাঁর বন্ধুরা। পরিবার ও স্থানীয়দের অভিযোগ সালিশি বৈঠকে তাঁদের পিটিয়ে টাকা আদায় করা হবে বলে হুমকিও দেন আব্দুর রাজ্জাগ।
মাছ চাষির হুমকির মুখে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় চন্দন কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খায় বলে অভিযোগ করে তাঁর পরিবার। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
রাতেই নলডাঙ্গা থানা-পুলিশ খবর পেয়ে আদিবাসী কিশোর চন্দনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাছ চাষি আব্দুর রাজ্জাগ জানান, মাছ চুরির ঘটনায় চন্দনের বন্ধু নাজমুল হোসেনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মাছ চুরির সঙ্গে চন্দনের জড়িত থাকার কথা স্বীকার করে নাজমুল। পরে তাঁদের থানা-পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বললে অভিভাবকেরা স্থানীয়ভাবে সালিসি বৈঠকে মীমাংসার প্রস্তাব দেন। সেই অনুযায়ী আগামী রোববার সালিশি বৈঠক বসার কথা হয়। এ ঘটনায় চন্দনকে কোন হুমকি দেননি বলে জানান চাষি।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) আকবর আলী জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোর চন্দন কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর মর্গে পাঠানো হয়েছে। হুমকির ভয়ে আত্মহত্যা না অন্য কোন কারণে আত্মহত্যা পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাছ চুরির অভিযোগ দিয়ে অব্যাহত হুমকির মুখে নাটোরের নলডাঙ্গায় চন্দন কুমার (১৩) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোর কীটনাশক খেয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব মাধনগর সিং পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চন্দন কুমার সিং ওই গ্রামের প্রদীপ সিং এর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন ডলার হোসেন ও নিহত চন্দনের পিতা প্রদীপ সিং ও এলাকাবাসী জানান, উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মাছ চাষি আব্দুর রাজ্জাগের পুকুরে গত বৃহস্পতিবার রাতে মাছ চুরির ঘটনা ঘটে। এ মাছ চুরির জন্য চন্দনসহ কয়েকজন কিশোরকে দায়ী করেন মাছ চাষি আব্দুর রাজ্জাগ। পরে তাঁদের বিরুদ্ধে মাছ চুরির বিচার চেয়ে মাধনগর বাজার কমিটির কাছে নালিশ দেন তিনি। আগামী রোববার সালিশি বৈঠক বসার কথা। পুকুরের মালিক আব্দুর রাজ্জাগ দাবি তাঁর পুকুর থেকে ১০ লাখ টাকার মাছ চুরি করেছে চন্দন ও তাঁর বন্ধুরা। পরিবার ও স্থানীয়দের অভিযোগ সালিশি বৈঠকে তাঁদের পিটিয়ে টাকা আদায় করা হবে বলে হুমকিও দেন আব্দুর রাজ্জাগ।
মাছ চাষির হুমকির মুখে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় চন্দন কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খায় বলে অভিযোগ করে তাঁর পরিবার। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
রাতেই নলডাঙ্গা থানা-পুলিশ খবর পেয়ে আদিবাসী কিশোর চন্দনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাছ চাষি আব্দুর রাজ্জাগ জানান, মাছ চুরির ঘটনায় চন্দনের বন্ধু নাজমুল হোসেনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মাছ চুরির সঙ্গে চন্দনের জড়িত থাকার কথা স্বীকার করে নাজমুল। পরে তাঁদের থানা-পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বললে অভিভাবকেরা স্থানীয়ভাবে সালিসি বৈঠকে মীমাংসার প্রস্তাব দেন। সেই অনুযায়ী আগামী রোববার সালিশি বৈঠক বসার কথা হয়। এ ঘটনায় চন্দনকে কোন হুমকি দেননি বলে জানান চাষি।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) আকবর আলী জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোর চন্দন কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর মর্গে পাঠানো হয়েছে। হুমকির ভয়ে আত্মহত্যা না অন্য কোন কারণে আত্মহত্যা পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৪ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২০ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
২৩ মিনিট আগে