বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সহপাঠীর সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারিতে ১২ বছরের কিশোর আবির হোসেনের মৃত্যু হয়। পুলিশ বলছে, ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বে দুই কিশোরের মারামারির সময় এই দুর্ঘটনা ঘটে। এটি মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত হত্যা নয়।
আজ শুক্রবার সন্ধ্যায় ব্রিফিংয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন এসব তথ্য জানান।
গোলাম সারোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবির তার মায়ের একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে বাইসাইকেল চালিয়ে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা পাটোয়ারী তেলের পাম্পের কাছে আবিরের বাইসাইকেলটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরও খোঁজাখুঁজির একপর্যায়ে মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে ঝোপ থেকে মাথা থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী একটি কিশোরকে আটক করলে তার কাছ থেকে আবিরের মায়ের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিকেলে আবির ও ওই কিশোর একসঙ্গে বাড়ি থেকে বের হয়। তারা পাটোয়ারী পাম্পের পাশে নির্মাণাধীন কারখানার সীমানাপ্রাচীরের ওপর বসে মোবাইলে গেম খেলছিল। ওই সময় দুজনের মধ্যে মতপার্থক্য হলে হাতাহাতি হয়। তখন ইট নিয়ে একে অপরকে আক্রমণ করে। একপর্যায়ে আবিরের মাথায় ইট লেগে পাশে রাখা সাইকেলের ওপর লুটিয়ে পড়ে। পরে তাকে টেনে ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন বুঝতে পারে আবির মারা গেছে, তখন মুখ থেঁতলে দেয় অপর কিশোর। এটা নিতান্তই মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত ঘটনা নয়।
এ বিষয়ে বড়াইগ্রামের উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আটক কিশোরকে আইনি সুরক্ষা দিতে বিধিমোতাবেক থানায় গিয়ে কথা বলা হয়েছে। তার হাতেও ক্ষতচিহ্ন দেখা গেছে। সে আবিরের সঙ্গে মারামারি হয়েছে বলে স্বীকার করেছে।’

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সহপাঠীর সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারিতে ১২ বছরের কিশোর আবির হোসেনের মৃত্যু হয়। পুলিশ বলছে, ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বে দুই কিশোরের মারামারির সময় এই দুর্ঘটনা ঘটে। এটি মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত হত্যা নয়।
আজ শুক্রবার সন্ধ্যায় ব্রিফিংয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন এসব তথ্য জানান।
গোলাম সারোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবির তার মায়ের একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে বাইসাইকেল চালিয়ে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা পাটোয়ারী তেলের পাম্পের কাছে আবিরের বাইসাইকেলটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরও খোঁজাখুঁজির একপর্যায়ে মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে ঝোপ থেকে মাথা থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী একটি কিশোরকে আটক করলে তার কাছ থেকে আবিরের মায়ের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিকেলে আবির ও ওই কিশোর একসঙ্গে বাড়ি থেকে বের হয়। তারা পাটোয়ারী পাম্পের পাশে নির্মাণাধীন কারখানার সীমানাপ্রাচীরের ওপর বসে মোবাইলে গেম খেলছিল। ওই সময় দুজনের মধ্যে মতপার্থক্য হলে হাতাহাতি হয়। তখন ইট নিয়ে একে অপরকে আক্রমণ করে। একপর্যায়ে আবিরের মাথায় ইট লেগে পাশে রাখা সাইকেলের ওপর লুটিয়ে পড়ে। পরে তাকে টেনে ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন বুঝতে পারে আবির মারা গেছে, তখন মুখ থেঁতলে দেয় অপর কিশোর। এটা নিতান্তই মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত ঘটনা নয়।
এ বিষয়ে বড়াইগ্রামের উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আটক কিশোরকে আইনি সুরক্ষা দিতে বিধিমোতাবেক থানায় গিয়ে কথা বলা হয়েছে। তার হাতেও ক্ষতচিহ্ন দেখা গেছে। সে আবিরের সঙ্গে মারামারি হয়েছে বলে স্বীকার করেছে।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৪৪ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে