বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সহপাঠীর সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারিতে ১২ বছরের কিশোর আবির হোসেনের মৃত্যু হয়। পুলিশ বলছে, ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বে দুই কিশোরের মারামারির সময় এই দুর্ঘটনা ঘটে। এটি মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত হত্যা নয়।
আজ শুক্রবার সন্ধ্যায় ব্রিফিংয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন এসব তথ্য জানান।
গোলাম সারোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবির তার মায়ের একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে বাইসাইকেল চালিয়ে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা পাটোয়ারী তেলের পাম্পের কাছে আবিরের বাইসাইকেলটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরও খোঁজাখুঁজির একপর্যায়ে মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে ঝোপ থেকে মাথা থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী একটি কিশোরকে আটক করলে তার কাছ থেকে আবিরের মায়ের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিকেলে আবির ও ওই কিশোর একসঙ্গে বাড়ি থেকে বের হয়। তারা পাটোয়ারী পাম্পের পাশে নির্মাণাধীন কারখানার সীমানাপ্রাচীরের ওপর বসে মোবাইলে গেম খেলছিল। ওই সময় দুজনের মধ্যে মতপার্থক্য হলে হাতাহাতি হয়। তখন ইট নিয়ে একে অপরকে আক্রমণ করে। একপর্যায়ে আবিরের মাথায় ইট লেগে পাশে রাখা সাইকেলের ওপর লুটিয়ে পড়ে। পরে তাকে টেনে ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন বুঝতে পারে আবির মারা গেছে, তখন মুখ থেঁতলে দেয় অপর কিশোর। এটা নিতান্তই মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত ঘটনা নয়।
এ বিষয়ে বড়াইগ্রামের উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আটক কিশোরকে আইনি সুরক্ষা দিতে বিধিমোতাবেক থানায় গিয়ে কথা বলা হয়েছে। তার হাতেও ক্ষতচিহ্ন দেখা গেছে। সে আবিরের সঙ্গে মারামারি হয়েছে বলে স্বীকার করেছে।’

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সহপাঠীর সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারিতে ১২ বছরের কিশোর আবির হোসেনের মৃত্যু হয়। পুলিশ বলছে, ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বে দুই কিশোরের মারামারির সময় এই দুর্ঘটনা ঘটে। এটি মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত হত্যা নয়।
আজ শুক্রবার সন্ধ্যায় ব্রিফিংয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন এসব তথ্য জানান।
গোলাম সারোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবির তার মায়ের একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে বাইসাইকেল চালিয়ে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা পাটোয়ারী তেলের পাম্পের কাছে আবিরের বাইসাইকেলটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরও খোঁজাখুঁজির একপর্যায়ে মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে ঝোপ থেকে মাথা থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী একটি কিশোরকে আটক করলে তার কাছ থেকে আবিরের মায়ের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিকেলে আবির ও ওই কিশোর একসঙ্গে বাড়ি থেকে বের হয়। তারা পাটোয়ারী পাম্পের পাশে নির্মাণাধীন কারখানার সীমানাপ্রাচীরের ওপর বসে মোবাইলে গেম খেলছিল। ওই সময় দুজনের মধ্যে মতপার্থক্য হলে হাতাহাতি হয়। তখন ইট নিয়ে একে অপরকে আক্রমণ করে। একপর্যায়ে আবিরের মাথায় ইট লেগে পাশে রাখা সাইকেলের ওপর লুটিয়ে পড়ে। পরে তাকে টেনে ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন বুঝতে পারে আবির মারা গেছে, তখন মুখ থেঁতলে দেয় অপর কিশোর। এটা নিতান্তই মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত ঘটনা নয়।
এ বিষয়ে বড়াইগ্রামের উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আটক কিশোরকে আইনি সুরক্ষা দিতে বিধিমোতাবেক থানায় গিয়ে কথা বলা হয়েছে। তার হাতেও ক্ষতচিহ্ন দেখা গেছে। সে আবিরের সঙ্গে মারামারি হয়েছে বলে স্বীকার করেছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৯ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১১ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪২ মিনিট আগে