নাটোর প্রতিনিধি

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ভাটপাড়া এলাকার রাকিবুল ইসলামের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের মাধ্যমে এই দরিদ্র শিক্ষার্থীর কথা জানতে পেরে রাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রাকিবের ভর্তিসহ পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।
রাকিবুল ইসলাম এবার চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। দিনমজুর আনছার আলীর ছেলে রাকিব তাঁর পড়াশোনা এগিয়ে নেওয়া নিয়ে সংশয়ে ছিলেন।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, রাকিবের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সত্ত্বেও পড়াশোনার অনিশ্চয়তার খবরটি জানতে পারেন তিনি। পরে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গেই প্রতিমন্ত্রী রাকিবের মোবাইল ফোন নম্বর নিয়ে তাঁকে ফোন দেন। এ সময় তিনি রাকিবের সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানান।
প্রতিমন্ত্রী পলকের ফোন পেয়ে আবেগাপ্লুত রাকিব বলেন, ‘আমি ও আমার পরিবার দুশ্চিন্তায় ছিলাম ভর্তিসহ পড়াশোনার খরচ নিয়ে। এ সময় প্রতিমন্ত্রী পলক স্যার আমার খোঁজ নিলেন ও দায়িত্ব নিলেন। এমন একজন নেতা দেশের প্রতিটি অঞ্চলে থাকলে কোনো দরিদ্র অসহায় শিক্ষার্থীকে না পড়তে পারার কষ্ট পেতে হবে না।’
প্রতিমন্ত্রী পলকের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিতে রাকিবের বাবা আনছার আলী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ভাটপাড়া এলাকার রাকিবুল ইসলামের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের মাধ্যমে এই দরিদ্র শিক্ষার্থীর কথা জানতে পেরে রাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রাকিবের ভর্তিসহ পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।
রাকিবুল ইসলাম এবার চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। দিনমজুর আনছার আলীর ছেলে রাকিব তাঁর পড়াশোনা এগিয়ে নেওয়া নিয়ে সংশয়ে ছিলেন।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, রাকিবের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সত্ত্বেও পড়াশোনার অনিশ্চয়তার খবরটি জানতে পারেন তিনি। পরে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গেই প্রতিমন্ত্রী রাকিবের মোবাইল ফোন নম্বর নিয়ে তাঁকে ফোন দেন। এ সময় তিনি রাকিবের সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানান।
প্রতিমন্ত্রী পলকের ফোন পেয়ে আবেগাপ্লুত রাকিব বলেন, ‘আমি ও আমার পরিবার দুশ্চিন্তায় ছিলাম ভর্তিসহ পড়াশোনার খরচ নিয়ে। এ সময় প্রতিমন্ত্রী পলক স্যার আমার খোঁজ নিলেন ও দায়িত্ব নিলেন। এমন একজন নেতা দেশের প্রতিটি অঞ্চলে থাকলে কোনো দরিদ্র অসহায় শিক্ষার্থীকে না পড়তে পারার কষ্ট পেতে হবে না।’
প্রতিমন্ত্রী পলকের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিতে রাকিবের বাবা আনছার আলী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
৮ মিনিট আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১৮ মিনিট আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২৮ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে