রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকমালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত তাজুল ইসলাম ওরফে তাজু খান পৌর তুলাতলী এলাকার সিরাজ খানের ছেলে। তিনি সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক। তাঁর বিরুদ্ধে রায়পুরাসহ বিভিন্ন থানায় মাদকসহ ২৭টিরও বেশি মামলা রয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে তাজুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসক ও কর্মীদের গালিগালাজ করেন। একপর্যায়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহির উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালান তিনি। তবে সহকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় গতকাল রাতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জহির আহমেদ রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন।
স্থানীয় সূত্র জানায়, তাজুল ইসলাম অনেক দিন ধরেই হাসপাতালের রোগীদের তাঁর নিজস্ব ক্লিনিকে পাঠাতে চাপ দিতে চিকিৎসকদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অনেক চিকিৎসক কর্মস্থল পরিবর্তনে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি খাটানোয় তাজুল ইসলামের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘এখানে চিকিৎসা নয়, বরং প্রতিদিন আতঙ্ক নিয়ে কাজ করতে হয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে এখানকার স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা অভিযোগ অনুযায়ী তাজুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকমালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত তাজুল ইসলাম ওরফে তাজু খান পৌর তুলাতলী এলাকার সিরাজ খানের ছেলে। তিনি সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক। তাঁর বিরুদ্ধে রায়পুরাসহ বিভিন্ন থানায় মাদকসহ ২৭টিরও বেশি মামলা রয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে তাজুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসক ও কর্মীদের গালিগালাজ করেন। একপর্যায়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহির উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালান তিনি। তবে সহকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় গতকাল রাতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জহির আহমেদ রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন।
স্থানীয় সূত্র জানায়, তাজুল ইসলাম অনেক দিন ধরেই হাসপাতালের রোগীদের তাঁর নিজস্ব ক্লিনিকে পাঠাতে চাপ দিতে চিকিৎসকদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অনেক চিকিৎসক কর্মস্থল পরিবর্তনে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি খাটানোয় তাজুল ইসলামের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘এখানে চিকিৎসা নয়, বরং প্রতিদিন আতঙ্ক নিয়ে কাজ করতে হয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে এখানকার স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা অভিযোগ অনুযায়ী তাজুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩৭ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে