রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় পৌর যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে আওয়ামী যুবলীগের দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মো. আনোয়ার হোসেনকে দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। মো. আনোয়ার হোসেন পৌর আওয়ামী যুবলীগে সভাপতি পদে ছিলেন। বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কাজের অভিযোগ এনে তাঁকে পৌর যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেয়নি। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ২২(ক) অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে আপনাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা ও পৌর একই সমমান হওয়ায় তাদের কাছে জবাব দিতে আমি রাজি নই। পৌর যুবলীগ জেলা যুবলীগের অধীনস্থ। নির্বাচনকে সামনে রেখে আমার গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’
উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাস্টার বলেন, ‘অব্যাহতির লিখিত পত্রটি আপনাকে দিয়ে দেব। এই মুহূর্তে কোনো বক্তব্য দেব না।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। ৯টি ওয়ার্ডে ২৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন। পৌরসভায় প্রায় ২৬ হাজার ৫১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন নারী আর ১২ হাজার ৯৫০ জন পুরুষ ভোটার। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭৬টি।

রায়পুরা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় পৌর যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে আওয়ামী যুবলীগের দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মো. আনোয়ার হোসেনকে দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। মো. আনোয়ার হোসেন পৌর আওয়ামী যুবলীগে সভাপতি পদে ছিলেন। বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কাজের অভিযোগ এনে তাঁকে পৌর যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেয়নি। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ২২(ক) অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে আপনাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা ও পৌর একই সমমান হওয়ায় তাদের কাছে জবাব দিতে আমি রাজি নই। পৌর যুবলীগ জেলা যুবলীগের অধীনস্থ। নির্বাচনকে সামনে রেখে আমার গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’
উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাস্টার বলেন, ‘অব্যাহতির লিখিত পত্রটি আপনাকে দিয়ে দেব। এই মুহূর্তে কোনো বক্তব্য দেব না।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। ৯টি ওয়ার্ডে ২৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন। পৌরসভায় প্রায় ২৬ হাজার ৫১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন নারী আর ১২ হাজার ৯৫০ জন পুরুষ ভোটার। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭৬টি।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৬ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে