রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় গরু চোর সন্দেহে মারধর করা হলে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার ভোরে পৌরসভার বৈকুণ্ঠপুর এলাকার এই ঘটনায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ভাবি আলেয়া বেগম, ভাই আনোয়ার হোসেন, পিকআপ চালকসহ চারজন। আহত অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মিজানের পৈতৃক বাড়ি উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাঁরা কিশোরগঞ্জের ইটনার লাইমপাশা এলাকায় বসবাস করেন। গতকাল শনিবার বিকেলে তিনি আত্মীয় মনির হোসেনের বাড়িতে এসে দুটি গরু কেনেন। আজ রোববার ভোর ৪টার দিকে গরু দুটি পিকআপযোগে নিয়ে যাওয়ার সময় রায়পুরা পৌরসভার বৈকুণ্ঠপুরে পৌঁছালে গরু চোর সন্দেহে আটক করে এলাকাবাসী তাদের পিটুনি দেয়। তাতে ঘটনাস্থলেই মিজান মারা যান। আর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়।
নিহত মিজানের স্বজন মর্জিনা বেগম বলেন, ‘মিজান গরু দুটি কিনে মেম্বারের মাধ্যমে স্ট্যাম্প করে নিয়েছে। গরু কিনে নিয়ে যাওয়ার সময় পৌরসভা এলাকার শাহজাহান ও জিল্লোরা তাঁকে আটক করে বেঁধে রাখে। এ সময় তাঁদের বিভিন্ন প্রমাণসহ স্ট্যাম্প দেখানো হয়। তবু তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেখানে গেলে ভাবি আলেয়া ও ভাই আনোয়ার আহত হয়েছেন। বিনা দোষে আমাদের ভাইকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার দাবি করছি।’
মিজানের আরেক স্বজন মো. ছাদেক বলেন, আব্দুল্লাহচর আত্মীয়ের বাড়ি থেকে তাঁরা গরু কিনে বৈকুণ্ঠপুর এলে শাজাহান, জিল্লু, হজরত তাঁদের আটক করে মারধর করে। এ সময় গরু কেনার রশিদসহ প্রমাণ দেওয়ার পরও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মিজানের মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে গিয়ে চারজন আহত হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফসান আলম বলেন, গরু চোর সন্দেহে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এখন ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নরসিংদীর রায়পুরায় গরু চোর সন্দেহে মারধর করা হলে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার ভোরে পৌরসভার বৈকুণ্ঠপুর এলাকার এই ঘটনায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ভাবি আলেয়া বেগম, ভাই আনোয়ার হোসেন, পিকআপ চালকসহ চারজন। আহত অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মিজানের পৈতৃক বাড়ি উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাঁরা কিশোরগঞ্জের ইটনার লাইমপাশা এলাকায় বসবাস করেন। গতকাল শনিবার বিকেলে তিনি আত্মীয় মনির হোসেনের বাড়িতে এসে দুটি গরু কেনেন। আজ রোববার ভোর ৪টার দিকে গরু দুটি পিকআপযোগে নিয়ে যাওয়ার সময় রায়পুরা পৌরসভার বৈকুণ্ঠপুরে পৌঁছালে গরু চোর সন্দেহে আটক করে এলাকাবাসী তাদের পিটুনি দেয়। তাতে ঘটনাস্থলেই মিজান মারা যান। আর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়।
নিহত মিজানের স্বজন মর্জিনা বেগম বলেন, ‘মিজান গরু দুটি কিনে মেম্বারের মাধ্যমে স্ট্যাম্প করে নিয়েছে। গরু কিনে নিয়ে যাওয়ার সময় পৌরসভা এলাকার শাহজাহান ও জিল্লোরা তাঁকে আটক করে বেঁধে রাখে। এ সময় তাঁদের বিভিন্ন প্রমাণসহ স্ট্যাম্প দেখানো হয়। তবু তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেখানে গেলে ভাবি আলেয়া ও ভাই আনোয়ার আহত হয়েছেন। বিনা দোষে আমাদের ভাইকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার দাবি করছি।’
মিজানের আরেক স্বজন মো. ছাদেক বলেন, আব্দুল্লাহচর আত্মীয়ের বাড়ি থেকে তাঁরা গরু কিনে বৈকুণ্ঠপুর এলে শাজাহান, জিল্লু, হজরত তাঁদের আটক করে মারধর করে। এ সময় গরু কেনার রশিদসহ প্রমাণ দেওয়ার পরও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মিজানের মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে গিয়ে চারজন আহত হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফসান আলম বলেন, গরু চোর সন্দেহে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এখন ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৫ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৮ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
১ ঘণ্টা আগে