সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নেই। বুধবার (৪ জুন) সকালে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। বিভিন্ন বাস কাউন্টারে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফলে কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা দেখা গেছে।
এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে বাস কাউন্টার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
নোয়াখালীগামী যাত্রী রহমতুল্লাহ বলেন, “গ্রামে কোরবানি দেব, তাই আজই রওনা হয়েছি। রাস্তা ফাঁকা আছে শুনেছি, তবে কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিয়েছে।”
দুই সন্তান নিয়ে কুমিল্লায় যাবার জন্য অপেক্ষমান লিজা বেগম বলেন, “আমরা প্রতিবছর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করি। স্বামী কাল ছুটি পাবেন, তিনিও কাল যাবেন। গার্মেন্টস ছুটি হলে ভিড় বাড়বে, তাই আগেভাগেই যাচ্ছি।”
শিমরাইল বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, “আমরা আগের ভাড়াতেই টিকিট দিচ্ছি। বরং যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চান না। ৯০০ টাকার ভাড়ায় ৭০০ দিতে চায়।”
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমাদের ২৭ জন পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে কাজ করছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাইনি।”
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনো ফাঁকা, তবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ধীরগতির। অতিরিক্ত ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো বাড়তি ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঈদকে কেন্দ্র করে আমাদের দুটি টহল টিম রাউন্ডে রয়েছে। মানুষের নিরাপত্তায় আমরা সতর্ক আছি।”

ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নেই। বুধবার (৪ জুন) সকালে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। বিভিন্ন বাস কাউন্টারে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফলে কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা দেখা গেছে।
এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে বাস কাউন্টার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
নোয়াখালীগামী যাত্রী রহমতুল্লাহ বলেন, “গ্রামে কোরবানি দেব, তাই আজই রওনা হয়েছি। রাস্তা ফাঁকা আছে শুনেছি, তবে কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিয়েছে।”
দুই সন্তান নিয়ে কুমিল্লায় যাবার জন্য অপেক্ষমান লিজা বেগম বলেন, “আমরা প্রতিবছর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করি। স্বামী কাল ছুটি পাবেন, তিনিও কাল যাবেন। গার্মেন্টস ছুটি হলে ভিড় বাড়বে, তাই আগেভাগেই যাচ্ছি।”
শিমরাইল বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, “আমরা আগের ভাড়াতেই টিকিট দিচ্ছি। বরং যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চান না। ৯০০ টাকার ভাড়ায় ৭০০ দিতে চায়।”
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমাদের ২৭ জন পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে কাজ করছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাইনি।”
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনো ফাঁকা, তবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ধীরগতির। অতিরিক্ত ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো বাড়তি ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঈদকে কেন্দ্র করে আমাদের দুটি টহল টিম রাউন্ডে রয়েছে। মানুষের নিরাপত্তায় আমরা সতর্ক আছি।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে