নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ আসনে নগদ টাকা দিয়ে ভোট কেনার সময় আটক হয়েছেন কেটলি প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মী। পরে আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগমের আদালত ওই দুই ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিরা রূপগঞ্জের আগরপাড় এলাকার সবুজ (৩০) ও নাঈম (২৭)। তাঁরা উভয়ই কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী এবং ওই প্রার্থীর পক্ষে ভোট কিনতে টাকা বিলি করছিলেন বলে উভয়ে স্বীকার করেছেন।
ভোটের আগের রাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে গুতিয়াবো এলাকার আগারপাড়ায় ভোটারদের মধ্যে টাকা বিলি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তাঁরা। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
পরে আজ রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, ১৯৭২-এর ২ (বি) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, স্থানীয়দের হাতে টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদে নাঈম বলেছিলেন, ‘কেটলি প্রতীকে ভোট কেনার জন্য শাহজাহান ভূঁইয়ার লোক মামুন মিয়া তাঁদের হাতে টাকা দিয়েছেন। ২ লাখ টাকা দিয়ে এলাকার ভোটারপ্রতি ২ হাজার করে টাকা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল তাঁদের। টাকা বিলির একপর্যায়ে স্থানীয় সচেতন ভোটারদের হাতে আটক হন তাঁরা।

নারায়ণগঞ্জ-১ আসনে নগদ টাকা দিয়ে ভোট কেনার সময় আটক হয়েছেন কেটলি প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মী। পরে আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগমের আদালত ওই দুই ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিরা রূপগঞ্জের আগরপাড় এলাকার সবুজ (৩০) ও নাঈম (২৭)। তাঁরা উভয়ই কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী এবং ওই প্রার্থীর পক্ষে ভোট কিনতে টাকা বিলি করছিলেন বলে উভয়ে স্বীকার করেছেন।
ভোটের আগের রাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে গুতিয়াবো এলাকার আগারপাড়ায় ভোটারদের মধ্যে টাকা বিলি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তাঁরা। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
পরে আজ রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, ১৯৭২-এর ২ (বি) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, স্থানীয়দের হাতে টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদে নাঈম বলেছিলেন, ‘কেটলি প্রতীকে ভোট কেনার জন্য শাহজাহান ভূঁইয়ার লোক মামুন মিয়া তাঁদের হাতে টাকা দিয়েছেন। ২ লাখ টাকা দিয়ে এলাকার ভোটারপ্রতি ২ হাজার করে টাকা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল তাঁদের। টাকা বিলির একপর্যায়ে স্থানীয় সচেতন ভোটারদের হাতে আটক হন তাঁরা।

সমাবেশে বক্তারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
৫ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় বরিশাল র্যাব-৮ ও কিশোরগঞ্জ র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে।রোববার (৪ জানুয়ারি) রাতে মাদারীপুর র্যাব ক্যাম্পে এই ব্যাপারে সংবাদ সম্মেলন করেন বরিশাল র্যাব-৮-এর কমান্ডার অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন।
১২ মিনিট আগে
রাজধানীর উত্তরায় উড়ালসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুর রহমান (১৮) নামের এক পুলিশ কর্মকর্তার ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মো. মারুফ (২১) নামের আরেক যুবক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসড়কে শনিবার (৩ জানুয়ারি) রাতে...
২৬ মিনিট আগে
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ১৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ ছাড়া ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল করা হয়।
৪৪ মিনিট আগে