সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আজ সোমবার সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে এ চেকপোস্ট বসানো হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশের প্রায় ৫০ জন সদস্য সাইনবোর্ড অংশে অবস্থান নিয়েছে। ঢাকাগামী প্রায় সব পরিবহনকেই পুলিশ সদস্যরা থামিয়ে যাত্রীদের তল্লাশি করে যাচ্ছেন। তবে এ তল্লাশির ফলে মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি। নির্বিঘ্নে যাত্রী ও চালকেরা গন্তব্যে যাতায়াত করতে পারছেন।
বাস থামিয়ে তল্লাশির সময়ে শাহ আলম নামের কোমল মিনিবাসের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রশাসন ধারণা পেয়েছে ঢাকায় কোনো একটি গ্রুপ বিশৃঙ্খলার চেষ্টা চলাবে। তাই তারা এই চেকপোস্ট বসিয়েছে বলে আমাদের বলেছে। আমাদের চেক করে ছেড়ে দিয়েছে, সময় বেশি নষ্ট করেনি।’
এদিকে একাধিক যাত্রীরা দেশের পরিস্থিতি ভালো রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। রজনীগন্ধা পরিবহনের এক চালক জানিয়েছেন, সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশির পাশাপাশি প্রত্যেকের গন্তব্য কোথায় তা জিজ্ঞেস করে যাচ্ছে। তবে সড়কের কোথাও যানজট দেখেনি তিনি।
যাতায়াত নামের দূরপাল্লার একটি বাস চালক বলেন, মহাসড়ক পুরো ফাঁকা রয়েছে। সাইনবোর্ড অংশের ১০ মিনিট গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি করা হয়েছে। মূলত যাদের সন্দেহ হয়েছে তাদেরই জিজ্ঞেস করেছেন পুলিশ।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, আমাদের টহল টিম মহাসড়কে রয়েছে।
চেকপোস্ট বসানোর কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, আমাদের কাছে তথ্য আছে একটি গ্রুপ বিভিন্ন গ্রাম-অঞ্চল থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার প্ল্যান আছে। এ জন্য আমরা সতর্ক অবস্থানে আছি। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

রাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আজ সোমবার সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে এ চেকপোস্ট বসানো হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশের প্রায় ৫০ জন সদস্য সাইনবোর্ড অংশে অবস্থান নিয়েছে। ঢাকাগামী প্রায় সব পরিবহনকেই পুলিশ সদস্যরা থামিয়ে যাত্রীদের তল্লাশি করে যাচ্ছেন। তবে এ তল্লাশির ফলে মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি। নির্বিঘ্নে যাত্রী ও চালকেরা গন্তব্যে যাতায়াত করতে পারছেন।
বাস থামিয়ে তল্লাশির সময়ে শাহ আলম নামের কোমল মিনিবাসের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রশাসন ধারণা পেয়েছে ঢাকায় কোনো একটি গ্রুপ বিশৃঙ্খলার চেষ্টা চলাবে। তাই তারা এই চেকপোস্ট বসিয়েছে বলে আমাদের বলেছে। আমাদের চেক করে ছেড়ে দিয়েছে, সময় বেশি নষ্ট করেনি।’
এদিকে একাধিক যাত্রীরা দেশের পরিস্থিতি ভালো রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। রজনীগন্ধা পরিবহনের এক চালক জানিয়েছেন, সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশির পাশাপাশি প্রত্যেকের গন্তব্য কোথায় তা জিজ্ঞেস করে যাচ্ছে। তবে সড়কের কোথাও যানজট দেখেনি তিনি।
যাতায়াত নামের দূরপাল্লার একটি বাস চালক বলেন, মহাসড়ক পুরো ফাঁকা রয়েছে। সাইনবোর্ড অংশের ১০ মিনিট গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি করা হয়েছে। মূলত যাদের সন্দেহ হয়েছে তাদেরই জিজ্ঞেস করেছেন পুলিশ।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, আমাদের টহল টিম মহাসড়কে রয়েছে।
চেকপোস্ট বসানোর কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, আমাদের কাছে তথ্য আছে একটি গ্রুপ বিভিন্ন গ্রাম-অঞ্চল থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার প্ল্যান আছে। এ জন্য আমরা সতর্ক অবস্থানে আছি। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৩ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ফরিদপুরে এক রাতে দুই স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলায় মহাসড়কের পাশের একটি পেট্রলপাম্পে ঢোকে ১১ সদস্যের ডাকাত দল। মাত্র ৫ মিনিটে কর্মচারীদের বেঁধে রেখে প্রায় ২ লাখ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। অন্যদিকে একই রাতে বোয়ালমারী উপজেলার
১৩ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ছয় যাত্রী দ্রুত নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
২০ মিনিট আগে