ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় নালা থেকে যুবক জনি সরকারের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের লালখা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর জনির বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তাঁরা সপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করুনা ও অনিতা ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জনি সরকার মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিলেন। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত জনি সরকার তাঁর বাবা-মাকে চাপ দিতেন এবং মারধর করতেন।
গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাঁকে তাঁর বাবা প্রথমে রুটি তৈরির কাঠের বেলন দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন। এতে জনি অচেতন হয়ে পড়লে তাঁকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। পরে রাত ২টার দিকে হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে তাঁর বাবা নিজেই মাথায় করে গলির ড্রেনে ফেলে রেখে আসেন।
পুলিশ লাশ উদ্ধারের পর নিহত জনির বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত নেমে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বাবা ও মায়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় নালা থেকে যুবক জনি সরকারের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের লালখা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর জনির বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তাঁরা সপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করুনা ও অনিতা ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জনি সরকার মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিলেন। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত জনি সরকার তাঁর বাবা-মাকে চাপ দিতেন এবং মারধর করতেন।
গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাঁকে তাঁর বাবা প্রথমে রুটি তৈরির কাঠের বেলন দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন। এতে জনি অচেতন হয়ে পড়লে তাঁকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। পরে রাত ২টার দিকে হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে তাঁর বাবা নিজেই মাথায় করে গলির ড্রেনে ফেলে রেখে আসেন।
পুলিশ লাশ উদ্ধারের পর নিহত জনির বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত নেমে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বাবা ও মায়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে