নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মসজিদে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমিরসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো দেওয়ান বাড়ি মসজিদ থেকে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ শনিবার তাঁদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলা জামায়াতের আমির মমিনুল হক (৭০), রূপগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাহফুজুল ইসলাম (৫৩), আবু বক্কর সিদ্দিক জসিম (৫৩), দেলোয়ার হোসেন (৫৩), রকিবুজ্জামান (৫১), জাকির হাসান (৪২), শহিদুল্লাহ (৩২), শহিদুল্লাহ (৬৫), মজিবুর রহমান (৫৭), আব্দুস সাত্তার (৬৫), রূপগঞ্জ থানা জামায়াতের সভাপতি ইসরাফিল হোসেন (৪১), ওসমান খান (২৮), নুরে আলম (৫১), শহিদুল্লাহ (৪৮), খায়রুল ইসলাম (৪২)। এ ছাড়া মামলায় ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলায় অভিযোগ করেন, ‘শুক্রবার রাত ৮টায় কেরাব দেওয়ান বাড়ি মসজিদে জামায়াত শিবিরের সমর্থকেরা সম্মেলনের নামে নাশকতা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালালে তাঁরা ছোটাছুটি করেন। এ সময় ১৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল, ২০টি ককটেল, ২৪টি বাঁশের লাঠি ও ৮টি ইসলামিক বই উদ্ধার করা হয়।’
চাইলাউ মারমা বলেন, ‘নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন নেতা–কর্মীরা। খবর পেয়ে মসজিদে অভিযান চালায় ডিবি পুলিশ। এরপর জেলা জামায়াতের আমির মমিনুল হক, উপজেলা জামায়াতের সভাপতি, সেক্রেটারিসহ ১৫ জনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। আজ শনিবার তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মসজিদে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমিরসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো দেওয়ান বাড়ি মসজিদ থেকে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ শনিবার তাঁদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলা জামায়াতের আমির মমিনুল হক (৭০), রূপগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাহফুজুল ইসলাম (৫৩), আবু বক্কর সিদ্দিক জসিম (৫৩), দেলোয়ার হোসেন (৫৩), রকিবুজ্জামান (৫১), জাকির হাসান (৪২), শহিদুল্লাহ (৩২), শহিদুল্লাহ (৬৫), মজিবুর রহমান (৫৭), আব্দুস সাত্তার (৬৫), রূপগঞ্জ থানা জামায়াতের সভাপতি ইসরাফিল হোসেন (৪১), ওসমান খান (২৮), নুরে আলম (৫১), শহিদুল্লাহ (৪৮), খায়রুল ইসলাম (৪২)। এ ছাড়া মামলায় ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলায় অভিযোগ করেন, ‘শুক্রবার রাত ৮টায় কেরাব দেওয়ান বাড়ি মসজিদে জামায়াত শিবিরের সমর্থকেরা সম্মেলনের নামে নাশকতা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালালে তাঁরা ছোটাছুটি করেন। এ সময় ১৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল, ২০টি ককটেল, ২৪টি বাঁশের লাঠি ও ৮টি ইসলামিক বই উদ্ধার করা হয়।’
চাইলাউ মারমা বলেন, ‘নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন নেতা–কর্মীরা। খবর পেয়ে মসজিদে অভিযান চালায় ডিবি পুলিশ। এরপর জেলা জামায়াতের আমির মমিনুল হক, উপজেলা জামায়াতের সভাপতি, সেক্রেটারিসহ ১৫ জনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। আজ শনিবার তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২১ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১ ঘণ্টা আগে