নারায়ণগঞ্জ প্রতিনিধি

সরকারি তোলারাম কলেজ কেন্দ্রের অধিকাংশ বুথে নেই নৌকা ও হাতির এজেন্ট। আজ রোববার সকাল থেকে কলেজের বেশ কয়েকটি বুথে ঢুকে এই চিত্র দেখা যায়। ভোটগ্রহণের ৩০ মিনিট পরেও বেশ কিছু বুথের এজেন্টরা তাঁদের নির্ধারিত বুথ খুঁজে পেতে ব্যার্থ হয়েছেন।
নৌকার এক এজেন্ট বলেন, কাগজের জটিলতার কারণে আমাদের রুম খুঁজে পেতে সমস্যা হচ্ছে।
হাতি প্রতীকের এজেন্ট না থাকার কারণ জানতে চাওয়া হয় কাউন্সিলর পদপ্রার্থী খোরশেদের এজেন্টের কাছে। তিনি জানান, সম্ভবত রাস্তায় আছেন। কিছু সময় পরেই চলে আসবেন।
বুথে থাকা পোলিং অফিসার জানান, না আসার কারণ বলতে পারছি না। হয়তোবা কিছু সময় পরেই চলে আসবেন।
২০২১ সালের ৩০ নভেম্বর নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তৈমুর আলম খন্দকার (হাতি), খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩ ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী।
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন।

সরকারি তোলারাম কলেজ কেন্দ্রের অধিকাংশ বুথে নেই নৌকা ও হাতির এজেন্ট। আজ রোববার সকাল থেকে কলেজের বেশ কয়েকটি বুথে ঢুকে এই চিত্র দেখা যায়। ভোটগ্রহণের ৩০ মিনিট পরেও বেশ কিছু বুথের এজেন্টরা তাঁদের নির্ধারিত বুথ খুঁজে পেতে ব্যার্থ হয়েছেন।
নৌকার এক এজেন্ট বলেন, কাগজের জটিলতার কারণে আমাদের রুম খুঁজে পেতে সমস্যা হচ্ছে।
হাতি প্রতীকের এজেন্ট না থাকার কারণ জানতে চাওয়া হয় কাউন্সিলর পদপ্রার্থী খোরশেদের এজেন্টের কাছে। তিনি জানান, সম্ভবত রাস্তায় আছেন। কিছু সময় পরেই চলে আসবেন।
বুথে থাকা পোলিং অফিসার জানান, না আসার কারণ বলতে পারছি না। হয়তোবা কিছু সময় পরেই চলে আসবেন।
২০২১ সালের ৩০ নভেম্বর নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তৈমুর আলম খন্দকার (হাতি), খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩ ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী।
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে