Ajker Patrika

নারায়ণগঞ্জ ছাড়ছে ঘরমুখী মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৫, ১২: ১০
নারায়ণগঞ্জ ছাড়ছে ঘরমুখী মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ ছাড়তে শুরু করেছে মানুষ। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ ছাড়তে শুরু করেছে মানুষ। সড়কে যাত্রী ও পরিবহনের চাপ বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মে) সকালে মহাসড়কের শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ডে গিয়ে এ চিত্র দেখা যায়। তবে যাত্রীদের অভিযোগ, বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অন্তত ৫০ থেকে ১৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

এ সময় দেখা যায়, প্রতিটি টিকিট কাউন্টারের সামনে অসংখ্য যাত্রী বাসের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরপর দূরপাল্লার বাসগুলো এসে যাত্রীদের নিয়ে গন্তব্যে ছুটে চলেছে। যাত্রীরা বলছেন, সড়কে যানজটের নাকালে না পড়লেও বাস কাউন্টার কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে।

ফেনী যাবেন রহমান মিয়া। তিনি অভিযোগ করেন, আগে তার জেলায় যেতে ৩২০ টাকা ভাড়া লাগলেও আজ ৪৫০ টাকা নিয়েছে। নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই টিকিট কিনেছেন তিনি। 

সিলেটের এক যাত্রী বলেন, ‘আজ গ্রামে যাচ্ছি লম্বা ছুটিতে পরিবারের সঙ্গে  ঈদ উদ্‌যাপনের উদ্দেশ্যে। তবে বাসমালিকেরা নির্ধারিত ভাড়া থেকে ১০০ টাকা বেশিতে টিকিট বিক্রি করছেন।’  

এদিকে বাস কাউন্টারে কর্মরতদের সঙ্গে কথা বললে তাঁরা বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেন।  

স্টার লাইন পরিবহনের কাউন্টারে কর্মরত এক ব্যক্তি বলেন, ‘আমরা আগের ভাড়াই রাখছি। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না।’

সেন্টমার্টিন পরিবহনে কর্মরত মেহেদী হাছান বলেন, ‘পূর্বের ভাড়া দিতেই যাত্রীরা গড়িমসি করে। তাই বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের টিম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে কাজ করছে।’ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘ঈদ ঘিরে আমাদের দুটি টহল টিম মহাসড়কে রাউন্ড দিচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা সচেতন রয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত