নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
এদিন মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেন রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মী নূর নবী জনি। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ১০ সেপ্টেম্বর ধার্য করেন। মামলায় এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) মামুনুল হকের বিরুদ্ধে একজন সাংবাদিক ও রিসোর্টের কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন মামুনুল হক ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তাতে মামুনুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হয় না। সাক্ষীদের জবানবন্দির সঙ্গে বর্তমান সাক্ষ্যের মিল নেই। তাঁরা আমাদের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি।’
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালতের বিচারিক কার্যক্রম শেষে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক অবস্থান করলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ঘেরাও করেন। এ সময় মামুনুল হক তাঁর সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। ঘটনার পরপরই হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকেরা গিয়ে রিসোর্ট ভাঙচুর করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে ১৮ এপ্রিল পুলিশ মামুনুল হককে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। একই মাসে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
এদিন মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেন রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মী নূর নবী জনি। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ১০ সেপ্টেম্বর ধার্য করেন। মামলায় এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) মামুনুল হকের বিরুদ্ধে একজন সাংবাদিক ও রিসোর্টের কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন মামুনুল হক ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তাতে মামুনুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হয় না। সাক্ষীদের জবানবন্দির সঙ্গে বর্তমান সাক্ষ্যের মিল নেই। তাঁরা আমাদের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি।’
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালতের বিচারিক কার্যক্রম শেষে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক অবস্থান করলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ঘেরাও করেন। এ সময় মামুনুল হক তাঁর সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। ঘটনার পরপরই হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকেরা গিয়ে রিসোর্ট ভাঙচুর করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে ১৮ এপ্রিল পুলিশ মামুনুল হককে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। একই মাসে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৩ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৮ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩২ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে