নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ দাবি জানান।
এ সময় ট্রেনের বগি ও ট্রিপ বৃদ্ধি করে বিনা ভাড়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, সদস্যসচিব ধীমান সাহা জুয়েল, নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংসু সাহা প্রমুখ।
রফিউর রাব্বী লিখিত বক্তব্যে বলেন, ‘পদ্মাসেতু প্রকল্প কাজের জন্য প্রায় ৮ মাস ট্রেন বন্ধ রাখা হয়। আগস্টের ১ তারিখ ট্রেন চালু হলে পুরোনো ট্রেনকেই কমিউটার ট্রেন নাম দিয়ে ১৫ টাকার ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়। কমিউটার ট্রেন মূলত মেইল ট্রেন থেকে উন্নত। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন মোটেও পূর্বের মেইল ট্রেন থেকে উন্নত নয়।’
২০১৯ সালে রেলের ভাড়া বৃদ্ধি করে কিলোমিটার প্রতি ৪৯ পয়সা নির্ধারণ করা হয়। নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ১৬ কিলোমিটার দূরত্বের ভাড়া আসে ৭.৮৪ টাকা। কিন্তু তারা ট্রেনের সর্বনিম্ন ভাড়া ১৫ টাকার যুক্তি দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করতে থাকে। এবার সেই ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রেনে মূলত সুবিধা বঞ্চিত কর্মজীবী, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করে। তাদের জন্য বাড়তি ভাড়া বহন করা কষ্টসাধ্য। এসব দিক বিবেচনা করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানাই।
নেতারা বলেন, নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন চললেও বর্তমানে ৮ জোড়া ট্রেন চলছে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়েনি বগি। এছাড়া ট্রেনের ভেতর আসন ছেঁড়া, চেয়ার ভাঙ্গা, ফ্যান নষ্ট, অপরিচ্ছন্নসহ যাত্রীসেবার মান সর্বনিম্ন।
আমরা তাই দাবি জানাই ট্রেনের বগি বৃদ্ধি করে সুযোগ-সুবিধা বাড়াতে হবে। একই সঙ্গে বাড়াতে হবে ট্রিপের সংখ্যা। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পড়াশোনা করা ছাত্রছাত্রীদের বিনা ভাড়ায় চলাচলের সুযোগ করে দিতে হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ দাবি জানান।
এ সময় ট্রেনের বগি ও ট্রিপ বৃদ্ধি করে বিনা ভাড়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, সদস্যসচিব ধীমান সাহা জুয়েল, নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংসু সাহা প্রমুখ।
রফিউর রাব্বী লিখিত বক্তব্যে বলেন, ‘পদ্মাসেতু প্রকল্প কাজের জন্য প্রায় ৮ মাস ট্রেন বন্ধ রাখা হয়। আগস্টের ১ তারিখ ট্রেন চালু হলে পুরোনো ট্রেনকেই কমিউটার ট্রেন নাম দিয়ে ১৫ টাকার ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়। কমিউটার ট্রেন মূলত মেইল ট্রেন থেকে উন্নত। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন মোটেও পূর্বের মেইল ট্রেন থেকে উন্নত নয়।’
২০১৯ সালে রেলের ভাড়া বৃদ্ধি করে কিলোমিটার প্রতি ৪৯ পয়সা নির্ধারণ করা হয়। নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ১৬ কিলোমিটার দূরত্বের ভাড়া আসে ৭.৮৪ টাকা। কিন্তু তারা ট্রেনের সর্বনিম্ন ভাড়া ১৫ টাকার যুক্তি দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করতে থাকে। এবার সেই ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রেনে মূলত সুবিধা বঞ্চিত কর্মজীবী, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করে। তাদের জন্য বাড়তি ভাড়া বহন করা কষ্টসাধ্য। এসব দিক বিবেচনা করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানাই।
নেতারা বলেন, নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন চললেও বর্তমানে ৮ জোড়া ট্রেন চলছে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়েনি বগি। এছাড়া ট্রেনের ভেতর আসন ছেঁড়া, চেয়ার ভাঙ্গা, ফ্যান নষ্ট, অপরিচ্ছন্নসহ যাত্রীসেবার মান সর্বনিম্ন।
আমরা তাই দাবি জানাই ট্রেনের বগি বৃদ্ধি করে সুযোগ-সুবিধা বাড়াতে হবে। একই সঙ্গে বাড়াতে হবে ট্রিপের সংখ্যা। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পড়াশোনা করা ছাত্রছাত্রীদের বিনা ভাড়ায় চলাচলের সুযোগ করে দিতে হবে।

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
২ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৪ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৭ মিনিট আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২ ঘণ্টা আগে