নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএর সাবেক এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ইসদাইরে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুস সোবহান (৬৫) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন।
নিহত সোবহান কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন।
নিহতের ছোট ছেলে তানভীর হোসেন বলেন, ‘সকালে বাবা প্রতিদিনের মতো ইসদাইর রেললাইন এলাকায় হাঁটতে বের হন। কিন্তু আজকে দীর্ঘ সময় পরেও বাড়ি ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁকে খুঁজতে বের হই। পরে জানতে পারি এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে বাবার লাশ শনাক্ত করি।’
আত্মহত্যা করেছে কি না—এমন প্রশ্নে বলেন, ‘আমার বাবার কোনো শত্রু ছিল না এবং আত্মহত্যা করার মতোও কোনো কারণ ছিল না। কোনো কারণে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে।’
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, নিহত ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। ট্রেনটি হুইসেল দিয়ে আসছিল এবং আশপাশের লোকজনও তাঁকে দূর থেকে চিৎকার করে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি অন্যমনস্ক থাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান। পরিবার বিনা ময়নাতদন্তে লাশ চেয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএর সাবেক এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ইসদাইরে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুস সোবহান (৬৫) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন।
নিহত সোবহান কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন।
নিহতের ছোট ছেলে তানভীর হোসেন বলেন, ‘সকালে বাবা প্রতিদিনের মতো ইসদাইর রেললাইন এলাকায় হাঁটতে বের হন। কিন্তু আজকে দীর্ঘ সময় পরেও বাড়ি ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁকে খুঁজতে বের হই। পরে জানতে পারি এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে বাবার লাশ শনাক্ত করি।’
আত্মহত্যা করেছে কি না—এমন প্রশ্নে বলেন, ‘আমার বাবার কোনো শত্রু ছিল না এবং আত্মহত্যা করার মতোও কোনো কারণ ছিল না। কোনো কারণে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে।’
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, নিহত ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। ট্রেনটি হুইসেল দিয়ে আসছিল এবং আশপাশের লোকজনও তাঁকে দূর থেকে চিৎকার করে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি অন্যমনস্ক থাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান। পরিবার বিনা ময়নাতদন্তে লাশ চেয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে