Ajker Patrika

পর্নোগ্রাফি মামলায় বাদীর সাবেক স্বামী কারাগারে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৮: ৪৩
পর্নোগ্রাফি মামলায় বাদীর সাবেক স্বামী কারাগারে 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পর্নোগ্রাফির মামলায় বাদীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল সোমবার রাতে আসামির সাবেক স্ত্রী বাদী হয়ে পর্নোগ্রাফির আইনে থানায় মামলাটি দায়ের করেন। 

গ্রেপ্তার ইউসুফ আলী (৪০) আড়াইহাজার উপজেলার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাদীর দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,  আসামি ও ভিকটিম ২০১৩ সালে বিয়ে করেন। তাদের নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে ইউসুফ আলী বিদেশে যাওয়ার পর স্ত্রী ও সন্তানের ভরণপোষণ দিতেন না। একপর্যায়ে স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে নিজের বাবার বাড়ি চলে আসেন। অন্যদিকে তালাকের নোটিশ পাওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি–ধামকি দিয়ে আসছিল ইউসুফ। সম্প্রতি তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত